Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল নেতা নয় যেন গ্রামের জমিদার,

তৃণমূল নেতা নয় যেন গ্রামের জমিদার, এ ছবি পটাশপুরের
রাজ্য জুড়ে যেন তৃণমূল নেতাদের মধ্যে ট্র্যাকের বাইরে বেরিয়ে শালীনতা ভাঙার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে । এই ট্র্যাকের বাইরে ছোটার প্রতিযোগিতায় কোনো জেলাই বাদ পড়েনি । হুমকি , শাস…

 




তৃণমূল নেতা নয় যেন গ্রামের জমিদার, এ ছবি পটাশপুরের


রাজ্য জুড়ে যেন তৃণমূল নেতাদের মধ্যে ট্র্যাকের বাইরে বেরিয়ে শালীনতা ভাঙার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে । এই ট্র্যাকের বাইরে ছোটার প্রতিযোগিতায় কোনো জেলাই বাদ পড়েনি । হুমকি , শাসানি , অশালীনতা , অভদ্র আচরণ ; সবকিছুতেই এখন তৃণমূলের নেতাদের সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল । এমনই এক অসৌজন্যমূলক দাম্ভিকতার ছবি ধরা পড়লো পটাশপুরে । বিতর্কের শুরু, পটাশপুর ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পণ্ডাকে নিয়ে । তিনি ১৫ এপ্রিল শুক্রবার ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালদা পাটনা গ্রামের মধ্যে একটি দলীয় সভায় এলাকার মানুষদের উপস্থিতিতে টেবিলের উপরে বসে সভা পরিচালনা করছেন। সেই ছবি আবার নিজেই ফেসবুকে শেয়ার করেছেন । তাঁর পেছনে চেয়ারে বসে রয়েছেন ব্লক তৃণমূলের জেনারেল সেক্রেটারি হরিপদ দাস মহাপাত্র, অঞ্চল সভাপতি চম্পক মন্ডল সহ অঞ্চলের অন্যান্য নেতৃত্বরা। আর এই ছবিকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে পটাশপুরে। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। বিজেপি নেতা গৌরকিশোর মহান্তি কটাক্ষ করে বলেন---" রাজ্যজুড়ে তৃণমূলের যে জমিদারি চলছে তারই একটা খন্ডচিত্র মাত্র । এখানে তৃণমূল রাজনৈতিক দল নয়, যেন রাজ্যটাকে তাঁদের জমিদারি ভেবেছে। তাঁদের নেতাদের যেমন আচরণ সেরকমই তাঁদের বডি ল্যাঙ্গুয়েজ , শরীরের ভাষা চাল চলন কথাবার্তা সবটাই মাতব্বরদের মত, পটাশপুর তার ব্যতিক্রম নয়।পটাশপুরের সাধারণ মানুষ তো দুরস্ত, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপরেও দাদাগিরি চলে । একজন জনপ্রতিনিধি হয়ে  তিনি কী করে জনসমক্ষে একটি মিটিংয়ে টেবিলের উপরে বসে মিটিং করেন। এ যেন মধ্যযুগীয় জমিদারি বিচার ব্যবস্থা চলছে-----দেখে এমনটাই মনে হয়। তৃণমূল নেতাদের এইরকম আচরণে আমি অবাক হইনি, কারণ ওটা তাঁদের একটা ট্র্যাডিশন, তৃণমূল মানেই একটি অসৌজন্য। " তবে এই বিষয়টিকে তৃণমূল কোনভাবেই গুরুত্ব দিতে নারাজ। যদিও এই মিটিং-এর ছবি স্যোসাল মিডিয়া শ্রী পীযূষ কান্তি পণ্ডা নিজেই পোস্ট করেছেন । স্যোসাল মিডিয়া জুড়ে বিভিন্ন রকম মন্তব্য ছড়িয়ে পড়তে শুরু করে ।

No comments