Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫৮ তম সার্বজনীন বাসন্তী ও মনসা পূজা রামনগর-১ ব্লকের গোবরা অঞ্চলের মহাজনহাট ইয়ুথ রিক্রিয়েশন এণ্ড সোস্যাল ওয়েলফেয়ার

৫৮ তম সার্বজনীন বাসন্তী ও মনসা পূজা রামনগর-১ ব্লকের গোবরা অঞ্চলের মহাজনহাট ইয়ুথ রিক্রিয়েশন এণ্ড সোস্যাল ওয়েলফেয়ার
রামনগর-১ব্লকের গোবরা অঞ্চলের মহাজনহাট ইয়ুথ রিক্রিয়েশন এণ্ড সোস্যাল ওয়েলফেয়ার ফেডারেশন এর অায়োজনে ৫৮ তম সার্বজনীন বাস…

 



৫৮ তম সার্বজনীন বাসন্তী ও মনসা পূজা রামনগর-১ ব্লকের গোবরা অঞ্চলের মহাজনহাট ইয়ুথ রিক্রিয়েশন এণ্ড সোস্যাল ওয়েলফেয়ার


রামনগর-১ব্লকের গোবরা অঞ্চলের মহাজনহাট ইয়ুথ রিক্রিয়েশন এণ্ড সোস্যাল ওয়েলফেয়ার ফেডারেশন এর অায়োজনে ৫৮ তম সার্বজনীন বাসন্তী ও মনসা পূজা সহ বসন্তোৎসব উপলক্ষে গত ৭ ই এপ্রিল থেকে ১০ দিনের মেলা,রক্তদান শিবির,মহিলা কবাডি, বিচিত্রানুষ্ঠান, হাডুডু প্রতিযোগিতা, যাত্রানুষ্ঠান সহ বহুবিধ কর্মসূচী সার্থকভাবে পালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান সহ বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি, বিধায়ক তরুণ মাইতি, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর,উপ-পৌরপ্রধান সুপ্রকাশ গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, গ্রাম প্রধান বিশ্বমুকুল দে প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।সমাপ্তি দিবসে হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী মন্মথ গিরি,সংগঠনের সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র,সম্পাদক চন্দন গায়েন,কৌশিক বারিক প্রমুখ নেতৃবৃন্দ। হাডুডু প্রতিযোগিতায় চন্দনেশ্বর স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ান ও কামরা স্বদেশ ভূমি ক্লাব রানার্স হয়। পরে মনোজ্ঞ যাত্রানুষ্ঠান অায়োজিত হয়। সকলকে ধন্যবাদ জানান ফেডারেশনের সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র ও সম্পাদক চন্দন গায়েন।

No comments