Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারত সরকারের কাছ থেকে এক্সিলেন্স পুরস্কার পেলেন হলদিয়া ইন্ডিয়ান অয়েল এমপ্লয়িজ কনজ্যুমারস কোঅপারেটিভ স্টোর লিমিটেড

ভারত সরকারের কাছ থেকে এক্সিলেন্স  পুরস্কার পেলেন হলদিয়া ইন্ডিয়ান অয়েল এমপ্লয়িজ কনজ্যুমারস কোঅপারেটিভ স্টোর লিমিটেড সমবায় পরিচালনা ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেল হলদিয়া আইওসি এমপ্লয়িজ কনজুমার্স কোঅপার…

 




ভারত সরকারের কাছ থেকে এক্সিলেন্স  পুরস্কার পেলেন হলদিয়া ইন্ডিয়ান অয়েল এমপ্লয়িজ কনজ্যুমারস কোঅপারেটিভ স্টোর লিমিটেড

সমবায় পরিচালনা ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেল হলদিয়া আইওসি এমপ্লয়িজ কনজুমার্স কোঅপারেটিভ। ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন আইওসিকে ‘সার্টিফিকেট অব এক্সসেলেন্স অ্যাওয়ার্ড’ নামে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার দিয়েছে। সমবায়ের কর্মকর্তা সুমন চক্রবর্তী বলেন,বছরে ২ লক্ষের বেশি মানুষকে এই সমবায় পরিষেবা দিয়েছেন।এবার ষাটোর্ধ সিনিয়র সিটিজেনদের জন্য নতুন হেল্থ কার্ড পরিষেবা চালু হচ্ছে। 

ওই কার্ড থাকলে ডাক্তারি প্রেশক্রিপশন দেখালে ওষুধে ২১শতাংশ ছাড় মিলবে সমবায়ের দোকানে।তবে ইনসুলিনের ক্ষেত্রে এই ছাড় কম হবে।আগামী মে মাস থেকে এটি চালু হবে জানানো হয়েছে।জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলির কাছ থেকে আরও বেশি হাতে তৈরি ঘরোয়া খাদ্যসামগ্রী কেনার উপর জোর দিয়েছে সমবায়।গত আর্থিক বছরে সমবায়ে ৩৪কোটি টাকা লেনদেন হয়েছে বলে জানান সুমনবাবু।তিনি জানান,আইওসি সমবায় স্টোরকে কর্পোরেট লুক দিতে প্রায় সাড়ে ৫কোটি টাকা ব্যয়ে নতুন চারতলা শপিংমল বাজার তৈরি হচ্ছে। ইতিমধ্যেই এর অনুমোদন মিলেছে।এখানে জামাকাপড়,রেস্টুরেন্ট সবই থাকবে।ইতিমধ্যেই গ্রামের চাষিদের টাটকা সব্জি কেনার সুযোগ করে দিতে সমবায়ে সুফল বাংলার স্টলও খোলা হয়েছে।




No comments