Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে মহিলাদের পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার ৫

দুই মহিলার ঘরে ঢালাও হল কেরোসিন অভিযোগ- শুভেন্দুরামপুরহাট এবং মহিষাদল বিধানসভা আচ এখনো রয়েছে। এরই মধ্যে নন্দী গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ উঠল দুই মহিলাকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। বলে অভিযোগ উঠেছে, অভিযোগ বাড়ি ভা…

 


দুই মহিলার ঘরে ঢালাও হল কেরোসিন অভিযোগ- শুভেন্দু

রামপুরহাট এবং মহিষাদল বিধানসভা আচ এখনো রয়েছে। এরই মধ্যে নন্দী গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ উঠল দুই মহিলাকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। বলে অভিযোগ উঠেছে, অভিযোগ বাড়ি ভাঙচুরের পর কেরোসিন ঢালা হয় বাড়িটিতে। অভিযোগ পুড়িয়ে মারার পরিকল্পনা থেকেই এই ঘটনা। পুলিশ প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নন্দীগ্রামের ঘটনা অভিযোগ মহিলা দের পুড়িয়ে  খুনের চেষ্টা করা হয় । ঘটনা খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি-তৃণমূল একে অপরকে দোষারোপ করছে। এই ঘটনায় সরব হয়েছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। স্থানীয় সূত্রে খবর নন্দীগ্রাম থানার উত্তর কেন্দামারী গ্রামের ভীম চরণ দাসের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল দীর্ঘদিন ধরে।  এদিকে সম্প্রতি ভীম চরণ দাস অসুস্থ হয়ে পড়ায় তার ছেলে ভিন্ন রাজ্যে তাকে চিকিৎসা করাতে যান। বাড়িতে ছিলেন দুই মহিলা। অভিযোগ সেই সুযোগে কাজে লাগিয়ে গত রবিবার ভীম চরণ দাসের বাড়িতে এলাকার কয়েকজন মাতব্বর বাড়ি ভাঙচুর করার পাশাপাশি মহিলাদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এরপর ওই দুই মহিলা নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ গ্রেপ্তার করে দুই মাতব্বর কে। এদিকে গত মঙ্গলবার শর্তসাপেক্ষে আদালত থেকে জামিন পান।

অভিযোগ, এরপর তারা প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। সেইদিন রাতেই ভীম চরণ দাসের বাড়িতে চড়াও হন, সে সময় দুই মহিলা ঘরে ছিলেন। অভিযুক্তরা বাড়ি ভাঙচুর শুরু করেন। অভিযোগ বাড়ি ভাঙচুর পাশাপাশি ওই বাড়িতে কেরোসিন তেল ঢেলে দেন। প্রাণে মারার চেষ্টা এই ঘটনা বলে অভিযোগ দাস পরিবারের।

 কোনো  রকম নন্দীগ্রাম থানার ফোনে সমস্ত বিষয়টি তারা জানান । খবর পেয়ে দ্রুতার সঙ্গে এলাকায় হাজির নন্দীগ্রাম থানার পুলিশ। আগুন লাগানোর আগেই পুলিশ এসে দুই মহিলাকে রক্ষা করে। পুলিশ আসার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় মাতব্বররা। এরপর এই ঘটনা নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে।  শুক্রবার অভিযুক্তদের হলদিয়া মহাকুমার আদালতে তোলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই মহিলার বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়। এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আমি নজর রাখছি ,পুলিশ হস্তক্ষেপ করছে, আমি আইন মানা লোক ।পুলিশ ফেল করলে আমি টেকআপ করবো। কি ঘটনা ঘটেছে সবই জানি। তৃণমূলের গুন্ডা ভিতরে রয়েছে এই প্রজাতির প্রাণী যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার নন্দীগ্রাম ১ নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বদেশ দাস জানান এখানে কোন রাজনৈতিক যোগ নেই। এটা সম্পূর্ণ গ্রাম মন্দির কমিটির জায়গায় সমস্যা ছিল। শুভেন্দু অধিকারী অহেতুক রাজনীতির লাগাচ্ছে। সব সময় রাজনৈতিক উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন। আইন আইনের পথে চলবে ।নন্দীগ্রাম থানার এক পুলিশ আধিকারিক জানান অভিযোগের ভিত্তিতে পাঁচ কেন্দামারীর ঘটনায় গ্ৰেফতার করা হয়েছে পাঁচজনের নাম.১)রবীন্দ্রনাথ জানা ২)শক্তিপদ দাস ৩)প্রতাপ রঞ্জিত ৪)কার্তিক মন্ডল ৫)ভীমচ‍রণ দাস

অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এলাকার পুলিশ পিকেট বসানো হয়েছে পুরো ঘটনায় তদন্ত করা চলছে।

No comments