Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প শহর কে দূষণমুক্ত করতে এবং জ্বালানি তেল সংরক্ষণের ডাক দিয়ে সাইকেল র‍্যালি

খনিজ তেল অপচয় রোধ করতে,সাইকেল র‍্যালি হলদিয়ার হিন্দুস্থান পেট্রোলিয়াম কারখানার শ্রমিকদেরশিল্প শহর কে দূষণমুক্ত করতে এবং জ্বালানি তেল সংরক্ষণের  ডাক দিয়ে সাইকেল র‍্যালি

 জ্বালানি তেল সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সুরক্ষার ডাক দিয়েছে…

 


খনিজ তেল অপচয় রোধ করতে,সাইকেল র‍্যালি হলদিয়ার হিন্দুস্থান পেট্রোলিয়াম কারখানার শ্রমিকদের

শিল্প শহর কে দূষণমুক্ত করতে এবং জ্বালানি তেল সংরক্ষণের  ডাক দিয়ে সাইকেল র‍্যালি



 জ্বালানি তেল সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সুরক্ষার ডাক দিয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)।


রবিবার ১৭ এপ্রিল হলদিয়া টাউনশিপে স্থানীয় মানুষকে নিয়ে সাইকেল র‍্যালিতে সেই বার্তা তুলে ধরেন । এদিন শিল্প শহর টাউনশিপে মোহনা মার্কেট কমপ্লেক্স থেকে র‍্যালি শুরু হয় । শহরের সেক্টর ফাইভ,নাইন,ইলেভেন,থার্টিন পরিক্রমা করে ব্রজনাথচক ছুঁয়ে হলদি নদীর পাড়ে সচেতনতা র‍্যালি শেষ হয় ।  টোটো,অটো চালক,ব‍্যবসায়ি,চাকরিজীবী,সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে  র‍্যালিতে যোগ দেন । এইচপিসিএলের এক পদস্থ কর্তা জানান,"বর্তমান জ্বালানি তেলের সাশ্রয় দরকার । তাতে খরচও বাঁচবে । সেই সঙ্গে শহরের দূষণ মুক্ত সুস্বাস্থ্যকর পরিবেশ প্রয়োজন  । মূলত এই দুটি বিষয়ে আমজনতার দরবারে বার্তা পৌঁছে দিতেই এই সচেতনতা র‍্যালির আয়োজন করা হয়েছে । কেন্দ্রের পেট্রোলিয়াম কনজারভেশান রিসার্চ অ‍্যাসোসিয়েশনের সার্কুলার অনুযায়ী সক্ষম শীর্ষক কর্মসূচীতে হলদিয়ায় র‍্যালি করা হল ।"

No comments