Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফের মহিষাদলে ফতোয়া জারি? প্রতিবন্ধী যুবক বাবার মৃত্যুর পর থেকে একের পর এক নির্যাতনের শিকার হচ্ছে , অভিযোগ নিয়ে বিডিওর কাছে

ফের মহিষাদলে ফতোয়া জারি? প্রতিবন্ধী যুবক বাবার মৃত্যুর পর থেকে একের পর এক নির্যাতনের শিকার হচ্ছে , অভিযোগ নিয়ে বিডিওর কাছে রায়ত পৈত্রিক সম্পত্তি ক্লাবের কয়েক জন সদস্যের নামে না লিখে দিলে গ্রাম পঞ্চায়েতের নকশা ভুক্ত  কংক্রিটে…

 




ফের মহিষাদলে ফতোয়া জারি? প্রতিবন্ধী যুবক বাবার মৃত্যুর পর থেকে একের পর এক নির্যাতনের শিকার হচ্ছে , অভিযোগ নিয়ে বিডিওর কাছে

 রায়ত পৈত্রিক সম্পত্তি ক্লাবের কয়েক জন সদস্যের নামে না লিখে দিলে গ্রাম পঞ্চায়েতের নকশা ভুক্ত  কংক্রিটের পাকা  ঢালাই রাস্তার উপর দিয়ে হাঁটাচলা নিষেধ এই ফতোয়া জারি করলেন।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত কিসমৎ নাই কুন্ডি  গ্রামের  " শিব শক্তি "ক্লাবের সদস্যরা । ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার মহিষাদল ব্লকের বিডিওর কাছে এমনটাই  লিখিতভাবে অভিযোগ করলেন প্রতিবন্ধী যুবক দীপঙ্কর পতি(৪৫ )। শ্রী দীপঙ্কর পতি -র বাড়ি মহিষাদল ব্লকের কিসমৎ নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিসমৎ নাইকুন্ডি গ্রামে। 

গত ইং ১৯৯১ সালের ৪এপ্রিল দীপঙ্কর পতির বাবা সূর্য কুমার পতিকে নামালক্ষ্যা বাজারে নৃশংসভাবে খুন করা হয়। সূর্য কুমারপতি বাবুপুর এগ্রিকালচারাল হাই স্কুলের সংস্কৃতের শিক্ষক ছিলেন। বাড়িতে ৭৬ বছরের বয়স্ক বিধবা বৃদ্ধা মা রয়েছেন। নিজেও একজন প্রতিবন্ধী। বয়স জনিত কারণে মা যখন- তখন অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার জন্য টোটো ,এম্বুলেন্স গাড়ি ইত্যাদি বাড়িতে নিয়ে আসতে হয় ।তাতেই বাধা ক্লাবের সদস্যদের ।বাবার মৃত্যুর পর থেকেই একটাই দাবি সম্পত্তি তাদের নামে লিখে দিতে হবে।

 ১১ এপ্রিল ২০২২, সোমবার মহিষাদল থানার অফিসার ইনচার্জ কে এই বিষয় নিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। ৭৬ বছর বয়সের বিধবা বৃদ্ধা সবিতা পতি জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর থেকে একটি দিনের জন্য সুষ্ঠুভাবে বাড়িতে থাকতে পারিনা ।একটি ছেলে সেও আবার প্রতিবন্ধী। গজিয়ে উঠা শিবশক্তি ক্লাবের সদস্য কার্তিক দাস, মানস দাস ,একাদশী জানা  স্বামীর মৃত্যুর পর থেকেই এরাই আমার উপর নানা দিক থেকে একের পর এক অত্যাচার চালিয়ে যাচ্ছেন ।

No comments