Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া উন্নয়ন পর্ষদ এর গুরুত্বপূর্ণ সভারপর সাংবাদিকদের মুখোমুখি

হলদিয়া উন্নয়ন পর্ষদ এর গুরুত্বপূর্ণ সভারপর সাংবাদিকদের মুখোমুখিহলদিয়া শহরের বিভিন্ন রোডে অবৈধভাবে বিভিন্ন যানবাহন সারিবদ্ধ দাঁড়িয়ে থাকায় উদ্ভুত সমস্যার সমাধানের জন্য হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের বৈঠক
 হলদিয়া শিল্পাঞ্চলের গুরু…

 



হলদিয়া উন্নয়ন পর্ষদ এর গুরুত্বপূর্ণ সভারপর সাংবাদিকদের মুখোমুখি

হলদিয়া শহরের বিভিন্ন রোডে অবৈধভাবে বিভিন্ন যানবাহন সারিবদ্ধ দাঁড়িয়ে থাকায় উদ্ভুত সমস্যার সমাধানের জন্য হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের বৈঠক


 হলদিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ ও ব‍্যস্ততম রাস্তা এইচ পি এল লিঙ্ক।ওই রোডের দু'পাশে রয়েছে একাধিক শিল্প কারখানা।কিন্তু প্রায় প্রতিদিনই অবৈধভাবে সারিবদ্ধ হয়ে রাস্তার দুই ধারে ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে স্বাভাবিক যান চলাচলে যেমন সমস্যা হয়,তেমনই প্রায়শই দুর্ঘটনা ঘটছে।এমনকি রাস্তার ধারে থাকা বাতিম্ভগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।দীর্ঘ দিন ধরেই এইচ পি এল লিঙ্ক রোডে অবৈধ পার্কিং বন্ধ করে যানজট নিয়ন্ত্রণের দাবি তুলে আসছিলেন শহরের বাসিন্দারা।এবার এইচ পি এল লিঙ্ক রোডকে "নো পার্কিং" জোন হিসেবে ঘোষণা করল হলদিয়া উন্নয়ন পর্ষদ।মঙ্গলবার পর্ষদ ভবনে এই রাস্তার যানজট নিয়ন্ত্রণের ব্যাপারে ট্রাক ও ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন,বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধি এবং পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়।টার্ন্সপোর্ট সংস্থা এবং শিল্প সংস্থাগুলিকে নিজস্ব পার্কিং প্লেস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পর্ষদ চেয়ারম্যান জ্যোতির্ময় কর।

হলদিয়া উন্নয়ন পর্ষদের এক গুরুত্বপূর্ণ মিটিং এর পর সাংবাদিকদের মুখোমুখি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মাননীয় জ্যোতির্ময় কর, ভাইস-চেয়ারম্যান মাননীয় সাধন জানা,CEO মাননীয় পানিক্কর হরিশংকর, SDO মাননীয় লক্ষ্মন পেরুলাম ও SDPO মাননীয় রাহুল পান্ডে মহাশয়।




No comments