Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় পুরস্কার পেল বাড়সুন্দরা ও দক্ষিণচক গ্রামের সম্মিলিত সমবায় সমিতি- জনতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড

জাতীয় পুরস্কার পেল বাড়সুন্দরা ও দক্ষিণচক গ্রামের সম্মিলিত সমবায় সমিতি- জনতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডসমবায় পরিচালনা ও পরিষেবার ক্ষেত্রে কৃষি সমবায় হিসেবে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেল হলদিয়া ব্লকের বাড়উত্ত…

 



জাতীয় পুরস্কার পেল বাড়সুন্দরা ও দক্ষিণচক গ্রামের সম্মিলিত সমবায় সমিতি- জনতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড

সমবায় পরিচালনা ও পরিষেবার ক্ষেত্রে কৃষি সমবায় হিসেবে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেল হলদিয়া ব্লকের বাড়উত্তরহিংলী অঞ্চলের অন্তর্গত বাড়সুন্দরা ও দক্ষিণচক গ্রামের সম্মিলিত সমবায় সমিতি- জনতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন বাড়সুন্দরা ও দক্ষিণচক এলাকার জনতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডকে এক্সিলেন্স এন্ড মেরিট অ্যাওয়ার্ড নামে শ্রেষ্ঠত্বের পুরস্কার দিয়েছেন।সমবায়ের সম্পাদক,সভাপতি ও পরিচালনমণ্ডলী জানিয়েছেন, বাড়সুন্দরা ও দক্ষিণচক গ্রামের শুভানুধ্যায়ীদের প্রচেষ্টায় ১৯৭৭ সালে গড়ে ওঠে জনতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। বর্তমানে সমবায়ে আমানতের পরিমাণ ৪০ কোটি। সমিতিতে ১৩৪টি স্বয়ম্ভর গোষ্ঠী রয়েছে। গোষ্ঠী সদস্য সদস্যাদের স্বয়ম্ভর করার জন্য প্রায় ১ কোটি টাকা লোন দেওয়া হয়েছে। প্রত্যেক স্বয়ম্ভর গোষ্ঠী সদস্যদের উৎসাহিত করার জন্য জনতা সমবায়ে কর্মকর্তারা পুরস্কার দিচ্ছেন। সমবায়ে ১২৪০ জন সদস্যদের প্রতি বছর প্রায় ১ কোটি ৩৪ লক্ষ টাকা কৃষি ঋণ দেওয়া হয়। ২০ ডেসিমল জায়গার উপর অবস্থিত দুই অফিসে মাছের ফিড, কনজিউমার্স ও গিফট, পানীয় জল বিক্রির ব্যবস্থা রয়েছে। আগামী দিনে আরো বড় ব্যবসা করার জন্য সমিতির চারতলা বিল্ডিং এর কাজ চলছে। তাঁরা বলেন, আশা রাখছি দুই তিন মাসের মধ্যে কাজ শেষ করে গ্রাহক জাতীয় পুরস্কার ও পরিষেবা দিতে পারবো। এছাড়া ও প্রবীন সদস্য সদস্যা মেধাবী ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের প্রত্যেক বছর সম্মানিত করে থাকি। কৃষকের চাষের কাজের জন্য অতি সুলভে পাওয়ারটিলার, ট্রাক্টর, ধান ঝাড়ানো মেসিন ও স্প্রে মেসিন দিয়ে থাকি চাষের কাজের জন্য। দুটি গ্রামে জল নিকাশির সুব্যবস্থার জন্য খাল নালা প্রত্যেক বছর সংস্কার করে থাকি।

No comments