Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা ব্লকের মধ্যে প্রথম অটল টিংকারিং ল্যাবরেটরী উদ্বোধনে- ভাইস চেয়ারম্যান

সুতাহাটা ব্লকের মধ্যে প্রথম অটল টিংকারিং ল্যাবরেটরী উদ্বোধনে-  ভাইস চেয়ারম্যান
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির  চৈতন্য পুর গ্রাম পঞ্চায়েত সুতাহাটা থানার অন্তর্গত, 
সুতাহাটা শিমূলবেড়িয়া যোগেন্দ্র বিদ্যাপীঠে হাতেকল…

 

সুতাহাটা ব্লকের মধ্যে প্রথম অটল টিংকারিং ল্যাবরেটরী উদ্বোধনে-  ভাইস চেয়ারম্যান

পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির  চৈতন্য পুর গ্রাম পঞ্চায়েত সুতাহাটা থানার অন্তর্গত, 


সুতাহাটা শিমূলবেড়িয়া যোগেন্দ্র বিদ্যাপীঠে হাতেকলমে বিজ্ঞান চর্চা, আধুনিক প্রযুক্তি কৌশল কাজে লাগিয়ে পড়ুয়াদের মডেল তৈরিতে উৎসাহিত করতে ১২লক্ষ টাকা ব্যয়ে গড়ে ওঠা অটল টিকাংরি ল্যাবের উদ্বোধন হল।

  স্কুলের প্রধান শিক্ষক সমর সিনহা বলেন  NIITI AYOG, New Delhi র  কেন্দ্রীয় সরকার,অর্থানুকূল্যে এই পরীক্ষাগারের পথ চলা শুরু হল। এই উন্নত মানের পরীক্ষাগার যাতে উপযুক্ত ছাত্র  ছাত্রী  নিয়োজিত থাকে, যাতে সমাজ কল্যাণে ভাবী গবেষক উপহার দিতে পারে আমাদের এই নতুন প্রয়াস তার জন্য সকলের আশীর্বাদ ও সহমর্মিতা কামনা করি। এই ল্যাবের উদ্বোধন  করেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান সাধন জানা ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেউলপোতার স্কুলের প্রধান শিক্ষক অমিয় মাইতি,অটল টিকাংরি কেন্দ্রীয় সংস্থার আধিকারিক অশোক রায়, সন্দীপ ঘোষ, গৌরব ধর।  সমর বাবু  বলেন মোট 20 লক্ষ টাকার প্রকল্প। প্রথমে 10 +2 লক্ষ টাকা পাওয়া গেছে। পরবর্তী চার বছর 2 লাখ টাকা করে পাওয়া যাবে। ছাত্রছাত্রীরা হাতে কলমে বিজ্ঞান বিষয়ে বিভিন্ন মডেল তৈরী করবে। এই বিষয়ে উৎসুক হবে তাই এই কেন্দ্রীয় সরকারের প্রকল্প Atal tinkering lab. এছাড়াও আজ স্কুলে মাল্টিজিমের উদ্বোধন করেন হলদিয়া উন্নয়ন পর্ষদ এর ভাইস চেয়ারম্যান সাধন জানা । এই মাল্টিজিমের জন্য রাজ‍্য সরকার তিন লক্ষ টাকা দিয়েছেন।


No comments