Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৩১ তম বোর্ড মিটিংয়ে এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হলদিয়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জ‍্যোতির্ময় কর

১৩১ তম বোর্ড মিটিংয়ে এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হলদিয়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জ‍্যোতির্ময় কর হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি উন্নয়নসংক্রান্ত সভায় উপস্থিত- চেয়ারম্যান এইচডিএ'র  ১৩১ তম বোর্ড মিটিংয়ে এক গুচ্ছ সিদ্ধ…

 

১৩১ তম বোর্ড মিটিংয়ে এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হলদিয়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জ‍্যোতির্ময় কর

হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি উন্নয়নসংক্রান্ত সভায় উপস্থিত- চেয়ারম্যান 

এইচডিএ'র  ১৩১ তম বোর্ড মিটিংয়ে এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হলদিয়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জ‍্যোতির্ময় কর


 নতুন শিল্প সম্ভাবনা রূপায়ণে ফের উদ‍্যোগী হয়েছে হলদিয়া ডেভেলপমেন্ট অথোরিটি (এইচডিএ)।শিল্পের সম্প্রসারণ,সেইসঙ্গে নতুন শিল্প স্থাপনে জমি দিতে তারা উদ‍্যোগ নিয়েছে।উন্নয়ন পরিকল্পনায় বিশেষ জোর দেওয়া দিয়েছে গেঁওখালি ত্রিবেণীসঙ্গমে।পর্যটক টানতে সৌন্দর্যায়ন এবং বেশ কিছু পিকনিক স্পট গড়ে তোলা হচ্ছে। এর পাশাপাশি নিজেদের জমির সীমানা চিহ্নিতকরণের কাজে গুরুত্ব দেওয়া হয়েছে।সোমবার এইচডিএ'র  ১৩১ তম বোর্ড মিটিংয়ে এমন গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হলদিয়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জ‍্যোতির্ময় কর। 

সুদর্শণ সাইলেন্স প্রাইভেট লিমিটেড,মহালক্ষ্মী এন্নোর কোক,তিরুপতি আয়রণ কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড সহ মোট পাঁচটি শিল্প সংস্থাকে মোট ২৬ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।সেজন্য চূড়ান্ত অনুমোদন চাওয়া হয়েছে রাজ‍্য নগরোন্নয়ন দফতরের কাছে। পাশাপাশি হলদিয়ার বন্ধ কারখানা সচল করতে বিদ‍্যুৎ,জল সহ প্রয়োজনীয় পরিকাঠামো গড়তে এইচডিএ প্রস্তুত রয়েছে। মহিষাদলের গেঁওখালিতে হুগলি নদীর সঙ্গে মিশেছে রূপনারায়ণ নদ ।ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত জায়গাটিতে বিনোদনের টানে সারা বছর মানুষের আনাগোনা লেগেই থাকে।সেই জায়গায় বিশাল পার্কের সৌন্দর্যায়ন করা হচ্ছে।ভ্রমণপিপাসুদের কথা ভেবে বেশ কিছু কটেজ তৈরির সিদ্ধান্ত হয়েছে এদিনের বোর্ড মিটিংয়ে। মহিষাদল ব্লক প্রশাসনকে যুক্ত করে সেই জায়গায় মৎস্য চাষ,প্রাণীপালন,বাগান চাষ,প্রজাপতি পার্ক তৈরীর উদ‍্যোগ নেওয়া হয়েছে।সেই সূত্রে গ্রামের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের সুযোগ ঘটতে চলেছে ত্রিবেণী সঙ্গমে।এইচডিএ'র অধিগৃহীত জমির পরিমান ৫৫৬৭.৫৮৯৭ একর।যার মধ্যে ২৬৪০.৪৪৬ একর জমি মিউটেশন করা হয়েছে।বাকি জমি দ্রুত মিউটেশনে জোর দেওয়া হয়েছে। আজকের সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান জ্যোতির্ময় কর ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা, হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ অফিসার মিঃ পার্থ ঘোষ, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র, হলদিয়া উন্নয়ন পর্ষদ এর সিইও পি হরি শংকর প্রমূখ।

No comments