Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পানের বুকিং সমস্যার সমাধানের দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান পানচাষি সমন্বয় সমিতির

পানের বুকিং সমস্যার সমাধানের দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান পানচাষি সমন্বয় সমিতির
পানকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি, পাইকার আড়তদারের জুলুমবাজি বন্ধ এবং পানের বুকিং সমস্যার সমাধানের দাবিতে পানচাষি সমন্বয় সমিতির পক্ষ থেকে লাগাতার লড…

 



পানের বুকিং সমস্যার সমাধানের দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান পানচাষি সমন্বয় সমিতির


পানকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি, পাইকার আড়তদারের জুলুমবাজি বন্ধ এবং পানের বুকিং সমস্যার সমাধানের দাবিতে পানচাষি সমন্বয় সমিতির পক্ষ থেকে লাগাতার লড়াই আন্দোলন চলছে। আজ নিমতৌড়ি, নারকেলদা পান আড়তে সমিতির পক্ষ থেকে চাষীদের কাছে স্বাক্ষর সংগ্রহ অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী ১৮ ই এপ্রিল সংগৃহীত এই স্বাক্ষর নিয়ে জেলা শাসক এবং রেল আধিকারিক এর কাছে জমা দেওয়া হবে বলে জানান সমিতির জেলা সভাপতি বিবেকানন্দ রায়।এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক সোমনাথ ভৌমিক কোষাধ্যক্ষ প্রবীর প্রধান, সামসাদ খান, নরোত্তম জানা প্রমূখ। বিবেকবাবু বলেন করোনার আগে মেছাদায় অনেকগুলি ট্রেনে পান বুকিং করে ভিন রাজ্যে পাঠানো যেত। এখন একটি ট্রেন ছাড়া বাকি ট্রেনে পান বুকিং মেছাদা থেকে করা যাচ্ছে না। তার প্রতিবাদে এই স্বাক্ষর সংগ্রহ। পাশাপাশি এ জেলার দ্বিতীয় অর্থকরী ফসল পান। সেই পান এখনো কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি পেল না। চাষিরা গত দু'বছরে দুর্যোগ মোকাবিলা করে যেটুকু ফসল ফলাতে পারছেন পাইকার আড়তদার সহ বিভিন্ন মহলের ষড়যন্ত্রের ফলে সঠিক দাম পাচ্ছেন না। তার প্রতিবাদে সর্বস্তরের চাষীকে সামিল হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

No comments