Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্দরের মুনাফা বাড়ল ১৫ শতাংশ - চেয়ারম্যান

বন্দরের মুনাফা বাড়ল ১৫ শতাংশ - চেয়ারম্যানকরোনা পরিস্থিতিতে পণ্য চলাচল হ্রাস। পণ্যেরদামের অসম্ভব অস্থিরতার কারণে বাণিজ্যে মন্দা। তা সত্ত্বেও গত২০২১ অর্থ বছরে কলকাতা বন্দরের নিট মুনাফা ১৫ শতাংশ বেড়ে হয়েছে ১২০ কোটি টাকা। মহামারী…

 

বন্দরের মুনাফা বাড়ল ১৫ শতাংশ - চেয়ারম্যান

করোনা পরিস্থিতিতে পণ্য চলাচল হ্রাস। পণ্যেরদামের অসম্ভব অস্থিরতার কারণে বাণিজ্যে মন্দা। তা সত্ত্বেও গত২০২১ অর্থ বছরে কলকাতা বন্দরের নিট মুনাফা ১৫ শতাংশ বেড়ে হয়েছে ১২০ কোটি টাকা। মহামারীপরিস্থিতির কারণে প্রকল্প রূপায়ণে বাধাএলেও বিপুল পরিকাঠামো আধুনিকীকরণএবং ডিজিটাল উদ্যোগ নেওয়ার কারণে মুনাফা বেড়েছে বলে জানিয়েছেন কলকাতা বন্দর কর্তৃপক্ষ (কেওপিটি)-এর চেয়ারম্যান বিনীত কুমার। গত অর্থবছরে কলকাতা বন্দরে মোট ৫৮.১৭ মিলিয়ন টন পণ্যওঠানো-নামানো করেছে, যা তার আগের বছরে২০২০ ছিল ৬১.৩৬ মিলিয়ন টন। দামের অস্থিরতা ও লজিস্টিকস ফ্রেইট খরচ অত্যাধিক চড়া হওয়ার কারণে লৌহ আকরিক রপ্তানি ও কয়লার আমদানি ২০২১-২২ সালে তার আগের বছরগুলির তুলনায় কমে গিয়েছিল। গত অর্থবছরে কলকাতা বন্দরে মোট ২,৯৫৭ টি জাহাজ এসেছিল। ২০২০-২১ অর্থবছরে যা ছিল ৩,১৮৯। গত অর্থবছরে কলকাতা বন্দরে কন্টেনার ট্রাফিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭.৩৫ লক্ষ টিইইউ (টোয়েনি ফুটই ইকুইভ্যালেন্ট ইউনিট)। রেল ট্র্যাফিকও বেড়ে হয়েছে ৩০.১৮ মিলিয়ন টন।ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট চেয়ারম্যান  বলেন,আমরা গ্রেট প্লেস টু ওয়ার্ক-এর শংসাপত্র পেয়েছি। এই সম্মানজনক স্বীকৃতি আগে আইওসি, এনটিপিসি, টাটা-র মতো সেরা কর্পোরেট সংস্থাগুলি পেয়েছে। আমাদের এখন লক্ষ্য কাজের ক্ষেত্রে স্বীকৃতির সেরা ১০০টি সংস্থার তালিকার মধ্যে প্রবেশ করা।


No comments