Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হায়ার সেকেন্ডারি বিজ্ঞান বিষয়ের বেস্ট স্টুডেন্ট কে "শিক্ষারত্ন দুর্গা রানী দে গোল্ড মেডেল" এবং "শিক্ষারত্ন দুর্গা রানী দে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড"

হায়ার সেকেন্ডারি বিজ্ঞান  বিষয়ের বেস্ট স্টুডেন্ট কে "শিক্ষারত্ন দুর্গা রানী দে গোল্ড মেডেল" এবং "শিক্ষারত্ন দুর্গা রানী দে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড"
শিক্ষারত্ন দুর্গা রানী দে মহাশয়ার নামে শিক্ষারত্ন সম্মা…

 






হায়ার সেকেন্ডারি বিজ্ঞান  বিষয়ের বেস্ট স্টুডেন্ট কে "শিক্ষারত্ন দুর্গা রানী দে গোল্ড মেডেল" এবং "শিক্ষারত্ন দুর্গা রানী দে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড"


শিক্ষারত্ন দুর্গা রানী দে মহাশয়ার নামে শিক্ষারত্ন সম্মাননার পূর্ণ অর্থ হতে 2019 সালের 2 রা ফেব্রুয়ারি হতে নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর চিরকালীন রূপে হায়ার সেকেন্ডারি বিজ্ঞান  বিষয়ের বেস্ট স্টুডেন্ট কে "শিক্ষারত্ন দুর্গা রানী দে গোল্ড মেডেল" এবং "শিক্ষারত্ন দুর্গা রানী দে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড"

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর হতে 2018 সালে শিক্ষারত্ন সম্মাননাপ্রাপ্ত পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর  চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী দুর্গারানী দে মহাশয়া তাঁর শিক্ষারত্ন সম্মাননা পাওয়ার পর উক্ত অর্থ নিকট এলাকার  বিদ্যালয়- তাঁর নিজ বিদ্যালয়ের ভূমিদানকারী বিদ্যালয় পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুল কে এলাকার ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় অনুপ্রেরণা দেওয়ার জন্য ওই স্কুলের বিজ্ঞান বিষয়ের  হায়ার সেকেন্ডারি বেস্ট স্টুডেন্টকে "শিক্ষারত্ন দুর্গারানী দে গোল্ড মেডেল" এবং "শিক্ষারত্ন দুর্গা রানী দে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড" চিরকালীন ভাবে প্রদান করার জন্য বিদ্যালয় কে শিক্ষারত্ন সম্মাননার  পূর্ণ অর্থ অর্পণ করেন।


"শিক্ষারত্ন দুর্গারানী দে গোল্ড মেডেল" এবং "শিক্ষারত্ন দুর্গা রানী দে বেস্ট  স্টুডেন্ট অ্যাওয়ার্ড" নামে এই সম্মাননা গুলি প্রতিবছর 2019 সালের 2 রা ফেব্রুয়ারি হতে ঐ বিদ্যালয়ের হায়ার সেকেন্ডারি বিজ্ঞান বিষয়ের  প্রথম ছাত্র বা ছাত্রীকে নিরবচ্ছিন্নভাবে প্রতিবছর চিরকালীন রূপে দেওয়া শুরু হয়।।

উল্লেখ্য শিক্ষারত্ন সম্মাননার অর্থ তাহার নিজ বিদ্যালয়ের বিদ্যালয়  প্রধান বিদ্যালয়ের সৌন্দর্যায়ন বা ছাত্র-ছাত্রীদের জন্য নেওয়ার সুব্যবস্থা গ্রহণ করতে পারেননি তৎকালীন সময়ে।


কিন্তু তিনি নিজে তাঁর প্রাণপ্রিয় বিদ্যালয়ের পরিকাঠামো সৌন্দর্যায়ন বিদ্যালয়ের শুভনাম এবং ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য ও মেধা উন্নয়ন, শিক্ষায় অনুপ্রেরণা, প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশ এবং এলাকাবাসীর উন্নয়নের জন্য তাহার শিক্ষারত্ন সম্মাননা অর্থের দুই অঙ্কের সংখ্যা গুণিতকের বহুগুণ অর্থ শিক্ষকতা ব্রতের শুরু হতে অবসর পরবর্তী বর্তমান জীবন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে মানবসেবায় নিজ বিদ্যালয়, বিভিন্ন বিদ্যালয়, বৃহত্তর  সমাজ এবং দেশের জন্য উৎসর্গ করিয়া চলিয়াছেন।।

মানব সেবা এবং দেশের সৌন্দর্যায়নের নিবেদিতপ্রাণ অনন্য এই শিক্ষিকা তার জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে শিক্ষকতা এবং শিক্ষকতা পরবর্তী অবসর জীবনেও ছাত্র-ছাত্রীদের সুনাগরিক করে গড়ে তোলার জন্য সাক্ষরতা এবং শিক্ষার অনুপ্রেরণা দিয়ে চলেছেন নিরবচ্ছিন্নভাবে নিজ রাজ্যে পশ্চিমবঙ্গের এক জেলা হতে অন্য জেলায়  প্রতিদিন নিত্যনতুন ভিন্ন ভিন্ন বিদ্যালয়ে। হাই স্কুল জুনিয়ার হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় সকল স্তরে তিনি সাক্ষরতার সমস্যা দূর করার জন্য এবং ছাত্র-ছাত্রীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ যুক্ত সুনাগরিক করে গড়ে তোলার জন্য তিনি অক্লান্তভাবে একাকী পথ চলিয়াছেন বিদ্যালয় হইতে বিদ্যালয়ে সন্তান সম ছাত্র-ছাত্রীদের নিকটে অন্তরের বার্তা বহন করিয়া তাঁর সন্তানদের নিকট পৌঁছে দেওয়ার জন্য হৃদয়ের তাগিদে।। দেশের সকল ছাত্র-ছাত্রী তার কাছে সন্তান তুল্য।

অভূতপূর্ব প্রাণশক্তিতে এবং আনন্দে শিক্ষিকা নিরবচ্ছিন্নভাবে তাঁর অন্তরের পুণ্যকর্ম রূপায়িত করে চলেছেন।।

No comments