Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কর্ম জীবনে অবসর নিলেন নির্মল পন্ডা

কর্ম জীবনে অবসর নিলেন নির্মল পন্ডাপূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর প্রধান করণিক তথা বড়বাবুর নির্মল পন্ডা কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। উল্লেখ্য ২০০৮ সালে ৮ ই ডিসেম্বর তিনি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এ কাজে য…

 


         কর্ম জীবনে অবসর নিলেন নির্মল পন্ডা

পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর প্রধান করণিক তথা বড়বাবুর নির্মল পন্ডা কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। উল্লেখ্য ২০০৮ সালে ৮ ই ডিসেম্বর তিনি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এ কাজে যোগদেন। গত ৩১ শে মার্চ সেই কর্ম জীবন থেকে অবসর নেন নির্মল বাবু। ১লা এপ্রিল জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর কর্মীরা নির্মল বাবুর  বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান জেলা তথ্য সংস্কৃত আধিকারিক মহুয়া মল্লিক, ভূতপূর্ব আধিকারী গিরিধারী সাহা সহকর্মীবৃন্দ। নির্মল বাবু বলেন দিল্লীর কনক প্রেসে সে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে চেন্নাই য়ে একটি কাজে যোগ দেন। তারপর যোগ দেন তথ্য-সংস্কৃতি দপ্তরে। অবসর নিলেও বিকল্প কেউ না আসা পর্যন্ত কাজ করে যাবেন বলে জানা যায়। পন্ড বাবুর

আদি বাড়ি কাঁথি ৩ নম্বর ব্লকে কুসুমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা বহিএকুন্ডা গ্রামে। কিন্তু বর্তমানে স্ত্রী-কন্যাসহ তমলুক শহরে বসবাস করেন। নির্মল বাবু অমায়িক ব্যবহার নিষ্ঠার সাথে কর্ম জীবনসম্পাদন করতেন বলে দপ্তরের কর্মী ও আধিকারিকদের কাছে প্রিয় ছিলেন। বিশেষ করে সাংবাদিকদের সাথে সু-সম্পর্কে গড়েছিলেন নির্মলদা  সংবাদ হলদিয়া বন্দর পত্রিকার পক্ষ থেকে অবসর জীবন সুখে স্বাচ্ছন্দে কাটুক।উনার দীর্ঘায়ু কামনা করে হলদিয়া বন্দর পত্রিকা দপ্তরের পরিবার।



No comments