Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প শহর জুড়ে আপের পোস্টার কটাক্ষ করলেন শাসক দলের চেয়ারম্যান

আসন্ন পৌরসভা নির্বাচন শিল্প শহর জুড়ে আপের পোস্টার কটাক্ষ করলেন শাসক দলের চেয়ারম্যান
পূর্ব মেদিনীপুর জেলার চারটি পৌরসভার মধ্যে দুটি পৌরসভা নির্বাচন হয়েছে। আরো দুটি পৌরসভা নির্বাচন আসন্ন পাঁশকুড়া ও হলদিয়া । নির্বাচনের দিন ঘোষণা…

 




আসন্ন পৌরসভা নির্বাচন শিল্প শহর জুড়ে আপের পোস্টার কটাক্ষ করলেন শাসক দলের চেয়ারম্যান


পূর্ব মেদিনীপুর জেলার চারটি পৌরসভার মধ্যে দুটি পৌরসভা নির্বাচন হয়েছে। আরো দুটি পৌরসভা নির্বাচন আসন্ন পাঁশকুড়া ও হলদিয়া । নির্বাচনের দিন ঘোষণার আগেই বন্দর শহরে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা দেখা যায়। শিল্পশহর হলদিয়া পৌরসভা নির্বাচন আসন্ন দিন ঘোষণার অপেক্ষায়। শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গায় এবার আম আদমী পার্ট(আপ)-এর পোষ্টার পড়ল।হলদিয়া পুরসভা চত্বর সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের সামনে পোষ্টার দেখা যায়।সেই পোষ্টারে লেখা রয়েছে "পূর্ব মেদিনীপুর জেলায় আপে যোগদানের জন‍্য 8929347879 নম্বরে মিসড কল দিন"

এছাড়াও লেখা রয়েছে "নোংরা রাজনীতিকে করতে সাফ,বাংলায় এবার আসছে আপ" যা নিয়ে শহরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। 

ভারতীয়  মজদুর সংঘ রাজ্য কমিটির সহ-সভাপতি প্রদীপ বিজলী বলেন ভারত বর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। প্রত্যেক রাজনৈতিক দলের পোস্টার ব্যানার দলের সমর্থনে সভা-সমিতি করতেই পারে।

যদিও এবিষয়ে তৃনমূল নির্বাচিত চেয়ারম্যান সুধাংশু মন্ডল বলেন। কোন এক এজেন্সি দিয়ে এই পোস্টার লাগানো হয়েছে।   বর্ষা কালে  ব্যাঙের বহু আওয়াজ পাওয়া যায় ।আর ভোট এলেই বহু রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে দেখা যায়।আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সঙ্গে রয়েছেন ।বহুমুখী কর্মসূচির মধ্য দিয়ে সকলের মন জয় করেছেন।কে এল আর কি করলো তাতে আমাদের কোন মাথা ব্যাথা নেই। তবে বিজেপি  দলের নেতারা বলেছেন "যেকোনো রাজনৈতিক দলের পোষ্টার পড়তেই পারে,এটা নিয়ে মাথা ব্যাথার কোন কারণ নেই"

No comments