Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্বনাথ মান্নার প্রথম ছড়ার বই প্রকাশ - মধুসুদন ঘাটী

বিশ্বনাথ মান্নার প্রথম ছড়ার বই প্রকাশ - মধুসুদন ঘাটী কবিতার বই প্রকাশসুপ্ত মনের বিকাশ ঘটিয়ে দীর্ঘ ত্রিশ বছর পরে নিজের বই প্রকাশ করলেন পূর্ব মেদিনীপুর জেলা বাড় উত্তর হিংলী গ্রামের কবি সাহিত্যিক প্রাবন্ধিক বিশ্বনাথ মান্না।ছোটদের…

 




বিশ্বনাথ মান্নার প্রথম ছড়ার বই প্রকাশ - মধুসুদন ঘাটী 

কবিতার বই প্রকাশ

সুপ্ত মনের বিকাশ ঘটিয়ে দীর্ঘ ত্রিশ বছর পরে নিজের বই প্রকাশ করলেন পূর্ব মেদিনীপুর জেলা বাড় উত্তর হিংলী গ্রামের কবি সাহিত্যিক প্রাবন্ধিক বিশ্বনাথ মান্না।

ছোটদের ছড়ার বই "ছুটির চিঠি" গ্রন্থস্বত্ব প্লাবন মান্না, সম্পাদনা করেছেন কবি বিশ্বনাথ মান্না। ছুটির চিঠি এই বইটিতে প্রায় ২৮ টি কবিতার সংকলন করেছেন যার প্রচ্ছদ করেছেন সুব্রত মাজী। ১লা মে 2022 শুভ দিনে "আলাপ" প্রেক্ষাগৃহে যামিনী পরিবারের তরফ থেকে ছুটির চিঠি বই প্রকাশ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক প্রাবন্ধিক সাংবাদিক। বইটি প্রকাশ করেন বিশিষ্ট কবি মধুসূদন ঘাটী উপস্থিত ছিলেন 

হলদিয়া বিবেকানন্দ গভর্নমেন্ট স্পনসড  বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস ঘটক, উপস্থিত ছিলেন কবি মৃণাল কান্তি দাস, কবি মেঘনাথ মান্না, বিশিষ্ট সমাজসেবী সুদর্শন পাঁজা, হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক  দুর্গা পদ মিশ্র ।কবিতা পাঠ করেন হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে আগত কবি সাহিত্যিক। বিশ্বনাথ মান্নার পরিবারের আট থেকে আশি সকলের ছুটির চিঠি এই বইটি থেকে কবিতা পাঠ করেন। এছাড়া উপস্থিত ছিলেন কবি নন্দ দুলাল দাস, বন্দরের কর্মরত হলদিয়া কবি সুকুমার মিস্ত্রি প্রমূখ। হলদিয়া বিবেকানন্দ গভমেন্ট স্পনসর্ড বিদ্যাভবন এর প্রধান শিক্ষক হরিদাস ঘটক বলেন একই পরিবারের সকলেই একাত্ম হয়ে এই বই প্রকাশ অনুষ্ঠানে সকলেই কবিতা পাঠ করলেন এই ধরনের নজির কোথাও নেই ।এই একাত্মবোধ সাহিত্যপ্রেমী সকলকে হয়ে ওঠার জন্য আহ্বান জানালেন। কবি বিশ্বনাথ মান্না বলেন আমি বিভিন্ন পত্রপত্রিকায় সম্পাদনা করেছি দীর্ঘদিন ধরে আমার ইচ্ছা ছিল একটি বই প্রকাশ করব কিন্তু ছেলে বিদেশ থাকায় সেটা সফল হয়ে উঠে নি। ছেলে প্লাবন মান্না বাড়িতে এসেছে তারি সদিচ্ছার মধ্য দিয়ে আজকের এই বই প্রকাশ অনুষ্ঠান। আমার এই বইটি উৎসর্গ করেছি আমার বাবা এবং মায়ের স্মৃতির উদ্দেশ্যে। তিনি আরো বলেন আগামী দিনে আরো কয়েকটি বই প্রকাশ করব সকলের সহযোগিতা নিয়ে।




No comments