Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্দরে পেট্রলিয়াম সহ বিপজ্জনক রাসায়নিক পণ্য হ্যান্ডেলিংয়ে সুরক্ষা ও নিরাপত্তার জন্য ১১০কোটি টাকার এই প্রকল্পের কাজ চলছে

বন্দরে পেট্রলিয়াম সহ বিপজ্জনক রাসায়নিক পণ্য হ্যান্ডেলিংয়ে সুরক্ষা ও নিরাপত্তার জন্য ১১০কোটি টাকার এই প্রকল্পের কাজ চলছে
হলদিয়া বন্দরে জোরকদমে চলছে রিমোট নিয়ন্ত্রিত অটোমেটিক ফায়ার ফাইটিং সিস্টেম গড়ে তোলার কাজ। বন্দরে পেট্রলিয়া…

 




বন্দরে পেট্রলিয়াম সহ বিপজ্জনক রাসায়নিক পণ্য হ্যান্ডেলিংয়ে সুরক্ষা ও নিরাপত্তার জন্য ১১০কোটি টাকার এই প্রকল্পের কাজ চলছে


হলদিয়া বন্দরে জোরকদমে চলছে রিমোট নিয়ন্ত্রিত অটোমেটিক ফায়ার ফাইটিং সিস্টেম গড়ে তোলার কাজ। বন্দরে পেট্রলিয়াম সহ বিপজ্জনক রাসায়নিক পণ্য হ্যান্ডেলিংয়ে সুরক্ষা ও নিরাপত্তার জন্য ১১০কোটি টাকার এই প্রকল্পের কাজ চলছে। ইতিমধ্যেই থার্ড অয়েল জেটিতে এই সিস্টেম লাগু হয়েছে। ধাপে ধাপে অন্যান্য জেটিতে একাজ হবে। শুক্রবার ৫১তম ন্যাশনাল সেফটি উইকে একথা জানাল বন্দর কর্তৃপক্ষ। বন্দর সূত্রে জানা গিয়েছে, ২০২০সালের সেপ্টেম্বরে এই প্রকল্প অনুমোদন করে জাহাজ মন্ত্রক। দক্ষিণ ভারতের একটি সংস্থাকে এই প্রকল্পের কাজের বরাত দেওয়া হয়েছে। প্রযুক্তি সরবরাহ করছেন চেন্নাই আইআইটির বিশেষজ্ঞরা। নয়া প্রযুক্তির মাধ্যমে উঁচু টাওয়ার মনিটরের মাধ্যমে ফোম ও জল ছিটিয়ে নদীর জেটিতে দাঁড়িয়ে থাকা জাহাজে আগুন লাগলে তা মোকাবিলা করা সম্ভব হবে। তেল ও তরল রাসায়নিক কার্গো হ্যান্ডেলিংয়ের অনেকগুলি জেটিতে একসঙ্গে আগুন নেভানোর কাজ করা যাবে।

এদিন বন্দরের সেফটি উইকের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা, জেনারেল ম্যানেজার(প্রশাসন) প্রভীনকুমার দাস সহ অন্যান্য বিভাগীয় জেনারেল ম্যানেজার ও আধিকারিকরা। ডেপুটি চেয়ারম্যান বলেন, বন্দর কর্তৃপক্ষ সব ধরনের সেফটি নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে। বন্দর কর্তৃপক্ষ ও পোর্ট ব্যবহারকারীরা সেফটির জন্য ১৫বার সর্বভারতীয় পুরস্কার পেয়েছে। এদিন বন্দরে সেফটি নিয়ে পোস্টার, স্লোগান ও গল্প লেখা প্রতিযোগিতায় কর্মীদের পুরস্কৃত করে। সেফটি স্লোগানের কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেন শ্রী বিমল কুমার মাইতি এবং দ্বিতীয় স্থান অধিকার করেন উত্তম বেরা। সেফটি পোস্টার কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেন উত্তম বেরা এবং দ্বিতীয় স্থান অধিকার করেন সুদীপ্ত মণ্ডল। সেফটি স্টরি রাইটিং কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেন ননী গোপাল মন্ডল এবং দ্বিতীয় স্থান অধিকার করেন উত্তম বেরা। উনাদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান এ .কে .মেহরা সহ অন্যান্য আধিকারিক গণ। 

এদিন হলদিয়ার ইন্সটিটিউট অব ফার্মেসি কলেজে সেফটি উইক উদযাপন করা হয়। হলদিয়া আইওসি সহ বিভিন্ন শিল্প সংস্থায় সেফটি নিয়ে দিনভর কর্মশালা হয়।


No comments