অপরিচিত হয়েও আপন… কবিতা
আপনি কখনো জানবেন না,কেউ একজন আপনাকে নিঃশব্দে ভালোবাসে।দূর থেকে দেখে,অথচ কাছে আসার অধিকার নেই।
তার প্রতিদিন কেটে যায়আপনার নাম না নিয়েওশুধু আপনার কথা ভেবে…
আপনাকে নিয়ে গড়ে ওঠাসব ইচ্ছে একে একে মরে যায়,কিন্তু আপ…
অপরিচিত হয়েও আপন… কবিতা
আপনি কখনো জানবেন না,
কেউ একজন আপনাকে নিঃশব্দে ভালোবাসে।
দূর থেকে দেখে,
অথচ কাছে আসার অধিকার নেই।
তার প্রতিদিন কেটে যায়
আপনার নাম না নিয়েও
শুধু আপনার কথা ভেবে…
আপনাকে নিয়ে গড়ে ওঠা
সব ইচ্ছে একে একে মরে যায়,
কিন্তু আপনি টেরও পান না।
কিন্তু তাতে কী?
ভালোবাসা তো দাবির নয়,
এটা তো আশির্বাদ হয়ে যাওয়ার ..
No comments