আমি ক্লান্ত…কবিতা তোমাকে পাওয়ার অপেক্ষায়,তোমার ভালোবাসা পাওয়ার আশায়,তোমার চোখের একফোঁটা মায়ার সন্ধানে।
তুমি কি সত্যিই কিছুই বুঝতে পারো না?নাকি বোঝার ভান করো?
আমি তো খুব বেশি কিছু চাইনি-শুধু একটু কাছে আসতে,শুধু একটু অনুভব করতে,শুধু …
আমি ক্লান্ত…কবিতা
তোমাকে পাওয়ার অপেক্ষায়,
তোমার ভালোবাসা পাওয়ার আশায়,
তোমার চোখের একফোঁটা মায়ার সন্ধানে।
তুমি কি সত্যিই কিছুই বুঝতে পারো না?
নাকি বোঝার ভান করো?
আমি তো খুব বেশি কিছু চাইনি-
শুধু একটু কাছে আসতে,
শুধু একটু অনুভব করতে,
শুধু একটু তোমার হতে চাই।
কিন্তু তুমি!
তুমি দূরত্ব বাড়িয়ে দাও,
একটা অদৃশ্য দেয়াল তুলে দাও,
যেন আমার অস্তিত্ব তোমার জন্য
একটুও গুরুত্বপূর্ণ নয়।
তুমি কি জানো,
এই উপেক্ষার ভারে আমার ভেতরটা
ধীরে ধীরে ভেঙে যাচ্ছে?
একবার-কেবল একবার ফিরে তাকালেই
আমার সমস্ত বেদনার গল্প পড়ে নিতে পারতে…
কিন্তু তুমি তো দেখতে চাও না।
No comments