অবসরপ্রাপ্ত বন্দর কর্মী শ্রী জয়ন্ত কুমার জানা বিদ্যালয়ে 'রবীন্দ্রনাথ ঠাকুর' এবং 'বিদ্যাসাগর' এই দুই মনীষীর আবক্ষ মূর্তি স্থাপন করেন
হলদিয়া পৌরসভার হলদিয়া চক্রের বাসুল্যা শ্রীকৃষ্ণপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে …
অবসরপ্রাপ্ত বন্দর কর্মী শ্রী জয়ন্ত কুমার জানা বিদ্যালয়ে 'রবীন্দ্রনাথ ঠাকুর' এবং 'বিদ্যাসাগর' এই দুই মনীষীর আবক্ষ মূর্তি স্থাপন করেন
হলদিয়া পৌরসভার হলদিয়া চক্রের বাসুল্যা শ্রীকৃষ্ণপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ৭ ই মার্চ সোমবার অনুষ্ঠিত হল "সম্মাননা প্রদান" এবং "বিদায় সম্বর্ধনা" অনুষ্ঠান। হলদিয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পূর্বশ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত বন্দর কর্মী শ্রী জয়ন্ত কুমার জানা 30,000(ত্রিশ হাজার) টাকা ব্যয় করে বিদ্যালয়ে 'রবীন্দ্রনাথ ঠাকুর' এবং 'বিদ্যাসাগর' এই দুই মনীষীর আবক্ষ মূর্তি স্থাপন করেন। বিদ্যালয়ের কচিকাঁচারা যাতে মনীষীদের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে তার জন্যই জয়ন্ত বাবুর এই প্রয়াস। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত আবক্ষ মূর্তি দুটির উদ্বোধন করেন হলদিয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সর্বাণী মাজী মহাশয়া। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার 2 নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চন্দন মাজী এবং কাজল ধাড়া, স্থানীয় পোস্ট অফিসের পোস্ট মাস্টার বংশী বদন খাড়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের উন্নতিতে জয়ন্ত বাবুর উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
সেইসঙ্গে এদিন বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষিকা নমিতা বেরা গুড়িয়া মহাশয়াকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। দীর্ঘ 21 বছরের কর্মজীবনে 17 বছর তিনি এই বিদ্যালয়েই শিক্ষকতা করেছেন। বিদ্যালয়ের অনুষ্ঠান নিয়ে সকাল থেকেই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস দিন্ডা বলেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বর্তমান শিক্ষাবর্ষে দাঁড়িয়েছে 428। বিদ্যালয়ের উন্নতির জন্য সরকারের পাশাপাশি জনসাধারণকেও কেউ এগিয়ে আসতে হবে।
No comments