Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! আজ হলদিয়া পৌরসভার বাজেট অধিবেশন

আজ হলদিয়া পৌরসভার বাজেট অধিবেশনপূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া পৌরসভার মা মাটি মানুষের সরকারের দ্বিতীয় বোর্ড। সূত্রের খবর,বাজেট অধিবেশনে বাজেট পেশ করবেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল। এই বোর্ডের শেষ বাজে…

 



আজ হলদিয়া পৌরসভার বাজেট অধিবেশন

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া পৌরসভার মা মাটি মানুষের সরকারের দ্বিতীয় বোর্ড। সূত্রের খবর,বাজেট অধিবেশনে বাজেট পেশ করবেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল। এই বোর্ডের শেষ বাজেট অধিবেশন সামনে পৌরসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখেই এবারে পৌর এলাকার নাগরিকদের জন্য কি কি উন্নয়ন হতে চলেছে ? এবারের বাজেটে  জল আলো রাস্তাঘাট ছাড়াও হলদিয়া সিটি সেন্টার এবং ক্ষুদিরাম স্কয়ারে ওয়াচ টাওয়ার এর বাহিরে নতুনত্ব এবারের বাজেটে কি আনতে চলেছে তার দিকেই তাকিয়ে রয়েছে পৌর নাগরিক। যদিও স্টেডিয়ামের কাজ শুরু হওয়ার কথা তবে হলদিয়া পৌরসভা ও হলদিয়া উন্নয়ন পর্ষদ এর যৌথ উদ্যোগে সংস্কৃতি মঞ্চ ভিত্তিপ্রস্তর ২০০৪ সালে হলেও তৎকালীন পৌরবোর্ড কাজ শুরু হওয়ার পরেও বন্ধ হয়ে যায়। শিল্প এলাকা সংস্কৃতি ভাবাপন্ন মানুষ রয়েছেন । শিল্পের সথে সাথেই সংস্কৃত চর্চা গড়ে তোলার জন্য গত পৌরবোর্ড সিদ্ধান্ত নিয়েছিলেন এলাকার মানুষের জন্য নাটক, কবিতা, পুতুল নাচ , প্রভৃতি শিক্ষার জন্য সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোলা। কিন্তু তা অধরাই রয়ে গেছে এবারে কি সেই পৌর বোর্ড তাদের বাজেট অধিবেশনে উঠে আসবে সংস্কৃতি মঞ্চ গড়ে তোলার উদ্যোগ। হলদিয়া পৌরসভা শহরকেন্দ্রিক হলেও এখনো অনেকগুলি ওয়ার্ড রয়েছে গ্রামীনের মত । হলদিয়া পৌরসভা এবিসিডি জোন ভাগ করা হয়েছে।একদিকে পঞ্চায়েত আর পৌরসভা সব মিলেমিশে একাকার তার জন্য এখনও এলাকার চিহ্নিত করন করা যায়নি। পৌর এলাকার সেদিকে তাকিয়ে আগামী পৌরসভা নির্বাচন এবারে কি সেই বাজেট অধিবেশনে এলাকা চিহ্নিত করন বিষয় উঠে আসবে এই বাজেটে। আগামী পৌরসভা নির্বাচনের দিকে তাকিয়েই এবারের পৌর বাজেট! সবাই সেই বাজেটের দিকেই তাকিয়ে রইলেন এলাকার মানুষ।



No comments