Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বন্দরে এল ৬৫কোটি টাকার নতুন রেল মাউন্টেড কিউ ক্রেন

হলদিয়া বন্দরে এল ৬৫কোটি টাকার নতুন রেল মাউন্টেড কিউ ক্রেনজাহাজে পণ্যবাহী কন্টেনার ওঠানো নামানোর জন্য বৃহস্পতিবার হলদিয়া বন্দরে এল ৬৫কোটি টাকার নতুন রেল মাউন্টেড কিউ ক্রেন(আরএমকিউসি)। প্রায় সাত তলা বাড়ির সমান উঁচু বিশালাকার এই…

 


হলদিয়া বন্দরে এল ৬৫কোটি টাকার নতুন রেল মাউন্টেড কিউ ক্রেন

জাহাজে পণ্যবাহী কন্টেনার ওঠানো নামানোর জন্য বৃহস্পতিবার হলদিয়া বন্দরে এল ৬৫কোটি টাকার নতুন রেল মাউন্টেড কিউ ক্রেন(আরএমকিউসি)। প্রায় সাত তলা বাড়ির সমান উঁচু বিশালাকার এই ক্রেন আনা হয়েছে ভিয়েতনাম থেকে। এদিন বিকেলে জাম্বো জ্যাভেলিন নামে একটি জাহাজে চেপে সুবিশাল আরএমকিউসি এসে পৌঁছয় বন্দরে। বন্দর জেনারেল ম্যানেজার(ট্রাফিক) অভয় মহাপাত্র বলেন, হলদিয়া ডকের ১০ও ১১ নম্বর বার্থের মাঝামাঝি নতুন ক্রেনটি বসানো হবে। ওই দুটি বার্থেই রয়েছে বন্দরের কন্টেনার ইয়ার্ড। বর্তমানে কন্টেনার বার্থে দুটি আরএমকিউসি রয়েছে। বন্দরে কন্টেনার হ্যান্ডেলিংয়ে আরও গতি আনতে নতুন ক্রেন বসানো হচ্ছে। বন্দরের এক আধিকারিক বলেন, হলদিয়ায় কন্টেনারবাহী পণ্য আমদানি রপ্তানিতে আরও জোর দিতেই আরএমকিউসি বসানো হচ্ছে। এখন বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং ক্ষমতা বছরে ১লক্ষ ৮০ইউনিট বা কন্টেনার। নতুন কন্টেনার আসায় সেই ক্ষমতা আরও ৮০-৯০হাজার ইউনিট বা কন্টেনার বেড়ে যাবে।


No comments