Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রতিশ্রুতি" প্রতি প্রতিশ্রুতি রক্ষার জন্য"সংশপ্তক" নাট্যগোষ্ঠী

প্রতিশ্রুতি" প্রতি প্রতিশ্রুতি রক্ষার জন্য"সংশপ্তক" নাট্যগোষ্ঠী
শিল্প-বিপ্লবের(ইংল্যান্ড) সময় থেকেই শিল্প-কলকারখানার কর্মচারীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করার ধারণা ও আন্দোলন শুরু হয়েছিল।চেরনোবিল ও ভূপালের গ্যাস দুর্ঘট…

 


প্রতিশ্রুতি" প্রতি প্রতিশ্রুতি রক্ষার জন্য"সংশপ্তক" নাট্যগোষ্ঠী


শিল্প-বিপ্লবের(ইংল্যান্ড) সময় থেকেই শিল্প-কলকারখানার কর্মচারীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করার ধারণা ও আন্দোলন শুরু হয়েছিল।চেরনোবিল ও ভূপালের গ্যাস দুর্ঘটনা বিশ্বের শিল্প নিরাপত্তার ইতিহাসে দুটি কলঙ্কিত ঘটনা হয়ে চিহ্নিত রয়েছে।বেশিরভাগ ক্ষেত্রেই শিল্প-কলকারখানার পরিচালনা সংস্থা শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন থাকেন বা এতদিন থেকেছেন।বর্তমান রাজ্য বা কেন্দ্র সরকারের নানান ঢক্কা-নিনাদ থাকলেও নিরাপত্তা নিয়ে তাদের কোনো মাথা-ব্যথা নেই।বন্দরভিত্তিক শিল্প-নগরী হলদিয়ার অবস্থাও এক গভীর অন্ধকারে শ্রমিক -কর্মচারীদের নিরাপত্তা নিয়ে।গত কয়েক বছরে,গত কয়েক মাসে শুধু মাত্র উপযুক্ত প্রশিক্ষণ,প্রাথমিক জ্ঞান ও যন্ত্রপাতির অভাবে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং অকালেই অনেক দক্ষ শ্রমিকের অমূল্য জীবন মৃত্যুমুখে পতিত হয়েছে।আজ একবিংশ শতকে বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে ,কাজেই নিরাপত্তা নীতি মেনে চলার অভ্যাস তৈরি করতে হবে সমস্ত স্তরের শ্রমিক-কর্মচারীদের মধ্যে,আর সেই লক্ষ্যে এগিয়ে এসেছেন নাট্যকার নূটবিহারী পাত্র।নুট বিহারী বাবু তার সহজ-সাবলীল ভাষায় সুরক্ষা সপ্তাহকে সামনে রেখে একটি সচেতনতামূলক অনবদ্য নাটক রচনা করেছেন-"প্রতিশ্রুতি"।নাটকটির নির্দেশনায় রয়েছে "সংশপ্তক" নাট্যগোষ্ঠীর সম্পাদক কুনাল নন্দ।কুনাল বাবু পেশায় একজন রাষ্ট্রায়ত্ত  শিল্প-সংস্থার বরিষ্ট কর্মচারী,দীর্ঘদিন ক্ষেত্রে(প্ল্যান্ট-ফিল্ড) দাঁড়িয়ে দেখেছেন সুরক্ষায় নিরাপত্তার অভিজ্ঞতা না থাকলে কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে! আর অবধারিত ভাবে জীবনও হানি ও ঘটতে পারে।সংশপ্তক হলদিয়া শিল্প-নগরীর বিভিন্ন কলকারখানার আমন্ত্রণে "প্রতিশ্রুতি" পথ-নাটকটি উপস্থাপন করবে শুধু মাত্র চূড়ান্ত সচেতনতার প্রচারের লক্ষ্যে।সংশপ্তকের মৌলিক লক্ষ্যই হলো দুর্ঘটনা এড়ানো এবং কর্মচারীদের জীবনের অস্তিত্বকে সুনিশ্চিত করা।সংশপ্তকের সমস্ত কুশীলবরাও তৈরি প্রতিশ্রুতি" প্রতি প্রতিশ্রুতি রক্ষার জন্য।

No comments