Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!!গয়েশ্বরী গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের এক ছাত্রী অসুস্থ হয়ে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন

গয়েশ্বরী গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের  এক ছাত্রী  অসুস্থ হয়ে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন  মহিষাদল ব্লকের কিসমৎ নাইকুন্ডি জি .পি (উ: মা: ) হাইস্কুল-এর এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী সঞ্চিতা মাইতি(১৬ ) তৃতীয় দিনে…

 


গয়েশ্বরী গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রের  এক ছাত্রী  অসুস্থ হয়ে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন 

 মহিষাদল ব্লকের কিসমৎ নাইকুন্ডি জি .পি (উ: মা: ) হাইস্কুল-এর এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী সঞ্চিতা মাইতি(১৬ ) তৃতীয় দিনে ভূগোল পরীক্ষা মহিষাদল গয়েশ্বরী গার্লস হাইস্কুল (উ: মা:) পরীক্ষা কেন্দ্রে দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন । পরীক্ষা ১ ঘন্টা দেওয়ার পর সঞ্চিতাঅসুস্থ হয়ে পড়েন । তার বুকে অসহ্য যন্ত্রণা হতে থাকে । তাকে প্রথমে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । তার অবস্থা খুবই খারাপ দেখে তমলুক সদর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বলে জানিয়েছেন কিসমৎ নাইকুন্ডি জি.পি হাইস্কুলের প্রধান শিক্ষক যাদব চন্দ্র মাইতি। তিনি আরও জানান সঞ্চিতার মা তাকে ছোটবেলা থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়।  বর্তমানে তাঁর বাবা জীবিত নেই । দাদু এবং জেঠু -জেঠিমা দের কাছে  সে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে । ছোটবেলা থেকে সঞ্চিতার হার্ট -এর সমস্যা রয়েছে। আর্থিক অনটনের জন্য হার্টের চিকিৎসা করাতে পারে না। আজ ভূগোলের পরীক্ষা দেওয়ার সময়  বুকে অসহ্য যন্ত্রণা হয় । দারিদ্রতার সঙ্গে লড়াই করে সঞ্চিতা লেখাপড়া শিখে সুশিক্ষিত হয়ে মানুষ হতে চায়।

No comments