বাবা মায়ের বকুনি তে আত্মঘাতী স্কুল শিক্ষকহলদিয়ার ভবানীপুর থানার অন্তগর্ত দেভোগ গ্ৰাম পঞ্চায়েতের কিসমত শিবরাম নগর গ্ৰামের বাসিন্দা মহাদেব মাজী(৩৫) বৃহস্পতিবার ভরদুপুরে গলায় নাইলন দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।ওই যুবক নন্দকুমার থ…
বাবা মায়ের বকুনি তে আত্মঘাতী স্কুল শিক্ষক
হলদিয়ার ভবানীপুর থানার অন্তগর্ত দেভোগ গ্ৰাম পঞ্চায়েতের কিসমত শিবরাম নগর গ্ৰামের বাসিন্দা মহাদেব মাজী(৩৫) বৃহস্পতিবার ভরদুপুরে গলায় নাইলন দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ওই যুবক নন্দকুমার থানার বদগোদা জালপাই পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে খবর ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করে।বাড়িতে মা,বাবা,স্ত্রী ও চোদ্দ-পনেরো বছরের একজন ছেলে রয়েছে।
পরিবার সূত্রে খবর স্কুল খোলার পর থেকে প্রায় দিন কুড়ি স্কুলে যায়নি।রোজ বাড়িতে মদ্যপান করতো।এ নিয়ে বাড়ির সবাই বকাবকি করতো।
বৃহস্পতিবার দুপুরে খাওয়ার পর বাড়ির সবাই ঘুমিয়ে যেতেই আচমকাই রান্না ঘরে ঢুকে সিলিং ফ্যানে ফাঁস জড়িয়ে আত্মহত্যা করে।ঘুম থেকে উঠে বাড়ির লোকজন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে।ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক অভিমান করে নিজে থেকেই আত্মহত্যা করেছে।
No comments