রোগমুক্ত ভারত অভিযানে যোগ থেরাপি এন্ড এডুকেশন সেন্টার এর উদ্যোগে রামপুর কলেজ মাঠে যোগাসন সচেতন শিবির- হলদিয়া যোগ থেরাপি এন্ড এডুকেশন সেন্টার এর উদ্যোগে রবিবার রামপুর কলেজ মাঠে যোগাসন,সূর্য নমস্কার এবং প্রাকৃতিক চিকিৎসা সংক্রান্ত…
রোগমুক্ত ভারত অভিযানে যোগ থেরাপি এন্ড এডুকেশন সেন্টার এর উদ্যোগে রামপুর কলেজ মাঠে যোগাসন সচেতন শিবির
- হলদিয়া যোগ থেরাপি এন্ড এডুকেশন সেন্টার এর উদ্যোগে রবিবার রামপুর কলেজ মাঠে যোগাসন,সূর্য নমস্কার এবং প্রাকৃতিক চিকিৎসা সংক্রান্ত একটি স্বাস্থ্য সচেতন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন প্রায় ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।উপস্থিত ছিলেন রোগমুক্ত ভারত অভিযানের স্টেট কনভেনার শ্যামলী চক্রবর্তী,স্বামী বিশেষানন্দ মহারাজ, বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ী,শিক্ষক মধুপ রায়,বিজ্ঞানী অনির্বাণ দাস প্রাক্তন শিক্ষক রাধাকান্ত চক্রবর্তী, সহ অন্যান্যরা।সংস্থার সম্পাদক লক্ষণচন্দ্র সামন্ত জানান হলদিয়া,মহিষাদলের বিভিন্ন জায়গায় রবিবার এই উদ্যোগ দেওয়া হয়েছে। হলদিয়া বাড়ঘাসী পুর ব্রতী সংঘের মাঠে, হোড় খালি, এবং চৈতন্য পুর জয়নগর,শিক্ষার্থীরা যোগাসন প্রর্দশনের পাশাপাশি প্রাকৃতিক চিকিৎসা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেছে।
No comments