Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সার্বজনীন শ্রী শ্রী জাগ্রত মনসা পূজা ও বাৎসরিক মিলনমেলা

মনসা পূজা ও বাৎসরিক মিলনমেলা


সার্বজনীন শ্রী শ্রী জাগ্রত মনসা পূজা ও বাৎসরিক মিলনমেলা
 ছয়দিনের সার্বজনীন শ্রী শ্রী জাগ্রত মনসা পূজা ও বাৎসরিক মিলন মেলার আয়োজন করল হলদিয়ার গেঁওয়াডাব মিলনী সংঘ।শুক্রবার সন্ধ্যায় বিশ্ব শান্তি মঞ্চে শু…

 



মনসা পূজা ও বাৎসরিক মিলনমেলা




সার্বজনীন শ্রী শ্রী জাগ্রত মনসা পূজা ও বাৎসরিক মিলনমেলা


 ছয়দিনের সার্বজনীন শ্রী শ্রী জাগ্রত মনসা পূজা ও বাৎসরিক মিলন মেলার আয়োজন করল হলদিয়ার গেঁওয়াডাব মিলনী সংঘ।শুক্রবার সন্ধ্যায় বিশ্ব শান্তি মঞ্চে শুভ উদ্বোধন করা হয়।সদ‍্য প্রয়াত সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল,হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা,হলদিয়া পুরসভার পুর-পারিষদ আজিজুর রহমান,রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক সুজন কুমার বালা, শিক্ষক অনুপ পাঁজা, মৎস্য কর্মদক্ষ গোকুল মাঝী,ও প্রাক্তন প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ মাইতি,

 সহ অন‍্যান‍্যরা।উদ্বোধনী অনুষ্ঠানে গ্ৰামের খুদেদের মনোজ্ঞ নৃত‍্যানুষ্ঠান সবাইকে মুগ্ধ করে।

এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করে।উদ্যোক্তারা জানিয়েছে গ্রীষ্মকালীন সময়ে রক্ত সঙ্কট মেটাতে ও মুমূর্য রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

এবং এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের বস্ত্র বিতরণ করা হয়েছে। 

শুক্রবার দিবা-রাত্রি ১৬ টিমের নক আউট নৈশ‍্য ফুটটেনিস প্রতিযোগিতা দেখতে এলাকার মানুষের ভিড় জমে।

নৃত‍্য,সঙ্গীত,ক‍্যুইজ,যোগাসন,একান্ত নাটক সহ মনোজ্ঞ সাংস্কৃতিক ও রাত্রিকালীন বিচিত্রাঅনুষ্ঠান চলবে আগামী পাঁচদিন ব‍্যাপী।ক্লাবের সম্পাদক শংকর মাইতি বলেন পুজোর পাশাপাশি মেলাকে ঘিরে গ্ৰামবাসীরা কয়েকদিন ধরে আনন্দে মেতে ওঠে।ক্লাবের সদস‍্য পেশায় আইনজীবী বিপ্লব জানা বলেন দুবছর পর কোভিডের প্রকোপ কিছুটা থিতু হতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।পুজোকে ঘিরে মেলা বসেছে,এবং আগামী রবিবার অন্নভোগ বিতরণ করা হবে।

 

No comments