ফুড সেফটি অফিসার পরিচয়ে প্রতারণা,মেচগ্রাম থেকে গ্রেপ্তার 2,ধৃতদের আজ তমলুক আদালতে নিয়ে যাওয়া হয়
ফুড সেফটি অফিসার পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো দুই প্রতারক।প্রসঙ্গত,রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁ…
ফুড সেফটি অফিসার পরিচয়ে প্রতারণা,মেচগ্রাম থেকে গ্রেপ্তার 2,ধৃতদের আজ তমলুক আদালতে নিয়ে যাওয়া হয়
ফুড সেফটি অফিসার পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো দুই প্রতারক।প্রসঙ্গত,রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেচোগ্ৰামের বিভিন্ন দোকানে গিয়ে ফুড সেফটি অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন দোকানদারকে জোর পূর্বক ও ভূল বুঝিয়ে ফুড লাইসেন্স করার।নাম করে টাকা
তোলে।স্থানীয়রা,বিষয়টি জানায় পাঁশকুড়া থানায়। এরপর পুলিশ এসে ওই দুইজনকে আটক করে।ওই দুই ব্যক্তি পাঁশকুড়ার একটি ভাড়া বাড়িতে থাকত।ওই দুইজনের নাম প্রদীপ রুদ্র (৪৬),ও চিন্ময় সামন্ত (৫৮), গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তিকে আজ অর্থাৎ সোমবার তমলুক আদালতে নিয়ে যায় পাঁশকুড়া থানার পুলিশ।পতিক্রিয়া দিলেন পাঁশকুড়া থানার আইসি সহ প্রতারিত ব্যবসায়ীরা।
No comments