রাজবাড়ি সংলগ্ন তথা ময়দান ক্লাব পর্যন্ত HTC ক্যানেল পাড় বরাবর সৌন্দর্যায়নের জন্য জায়গা পরিদর্শন করেন- বিধায়ক
মহিষাদল বাসীর জন্য নতুন বছরে নতুন আঙ্গিকে এক উপহার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এন আর জি এস প্রকল্পের অধীনে মহিষাদ…
রাজবাড়ি সংলগ্ন তথা ময়দান ক্লাব পর্যন্ত HTC ক্যানেল পাড় বরাবর সৌন্দর্যায়নের জন্য জায়গা পরিদর্শন করেন- বিধায়ক
মহিষাদল বাসীর জন্য নতুন বছরে নতুন আঙ্গিকে এক উপহার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এন আর জি এস প্রকল্পের অধীনে মহিষাদল রাজবাড়ি সংলগ্ন তথা ময়দান ক্লাব পর্যন্ত HTC ক্যানেল পাড় বরাবর সৌন্দর্যায়নের জন্য প্রায় ছয় লাখ টাকা ব্যয় করে বৈকালিন নৈসর্গিক দৃশ্য উপভোগ করিবার জন্য বসিবার বেঞ্চ সহ মহিষাদল এর নানা ঐতিহাসিক বিষয় গুলি তুলে ধরার চেষ্টা করা হবে। ১০ জানুয়ারি ২০২২ তিলক কুমার চক্রবর্তী ও পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ বিভিন্ন পদাধিকারীগণ প্রকল্পটির কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন।
No comments