Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Cancer (কর্কট রোগ )ডাঃ শ্যামল বেরা

Cancer (কর্কট রোগ )ডাঃশ্যামল বেরা
আজ 4th ফেব্রুয়ারী বিশ্বক্যান্সার দিবস,ক্যান্সার নাম শুনলেই বুকটা ধড়াস করে ওঠে, সে আমি বা আপনি যেই হোন...
তাই আমাদের দেশে সব চেয়ে বেশি ক্যান্সার কোন কোন অঙ্গে দেখা যায় সেটা প্রথমে বলি.....
1) পুরুষদে…

 



Cancer (কর্কট রোগ )ডাঃশ্যামল বেরা


আজ 4th ফেব্রুয়ারী বিশ্বক্যান্সার দিবস,

ক্যান্সার নাম শুনলেই বুকটা ধড়াস করে ওঠে, সে আমি বা আপনি যেই হোন...


তাই আমাদের দেশে সব চেয়ে বেশি ক্যান্সার কোন কোন অঙ্গে দেখা যায় সেটা প্রথমে বলি.....


1) পুরুষদের ক্যান্সার প্রবণতা বেশি হলো

মুখের ক্যান্সার, prostate ক্যান্সার, lung ক্যান্সার, কোলন ক্যান্সার, brain ক্যান্সার, liver ও pancreatic ক্যান্সার 


2) মহিলাদের প্রবণতা বেশি হলো

Breast ক্যান্সার, uterine ক্যান্সার, ovarian ক্যান্সার, cervical ক্যান্সার, lung ক্যান্সার, কোলন ক্যান্সার

3) বাচ্চাদের প্রবণতা বেশি হলো

Blood ও lymph related ক্যান্সার বেশি

Leukomia ও lymphoma (gland related )

Brain ক্যান্সার, কিডনি...


আপনি কি করে বুঝবেন...

বা অস্বাভাবিক লক্ষণ কি কি....


1) দেখুন আপনার যদি ওজন হঠাৎ করে কমে যায়, অথচ সুগার নেই, তখন বিষয়টা ভাবার আছে,

2 ) মুখের ভেতরে ঘা হলে ( গুটকা পান ),

3) কফের সাথে রক্ত বের হলে

4) ব্লিডিং per rectam very important (rectal ও কোলন ক্যান্সার ) 

5) খাবারের প্রতি অনীহা, বমি ভাব 

6) post menopausal bleeding

7) abdominal distension ( পেটে জল আসতে পারে )

8) স্তন ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে খুব important

কোনোরকম যদি lump বা ফুলে যায় অথচ ব্যাথা নেই স্তনে

9) যে সব পুরুষদের  urine এর সমস্যা হয়, বিশেষ করে চল্লিশউর্দ্ধে ( prostate এর পরীক্ষা নিরীক্ষা দরকার )

10) হঠাৎ করে যদি জন্ডিস হয়, বিশেষ করে মিডল aged..

11 ) অত্যাধিক মাথা ব্যাথা বা ব্যাথার চোটে ঘুমাতে না পারা বা মাথা ঘোরা  ( brain ক্যান্সার )

12) যাদের হঠাৎ করে bowel habit পরিবর্তন 


যাইহোক বলে শেষ করা যাবে না...

বলতে চাই আপনার যেকোনো স্বাভাবিক বা অস্বাভাবিক লক্ষণ দেখা গেলে আপনি আপনার ফিজিসিয়ান বা স্পেশালিস্ট ডক্টরের কাছে যাবেন..


সর্বোপরি অবহেলা করবেন না, দেরি হলে কিন্তু খুব মুশকিল।

ক্যান্সারের আগে ডাইগনসিস ও ট্রিটমেন্ট বিশেষকরে সার্জারির গুরুত্ব অপরিসীম যদি ছড়িয়ে না পরে ( metastasis)

যেসব ক্যান্সার অ্যাডভান্স স্টেজ এ ধরা পরে, তখন ভবিষ্যৎ অজানা .....

যাইহোক আমি আমার মত করে ফিজিসিয়ান ডেস্ক থেকে যতটা আপনাদের কে জানালাম..

ভালো থাকুন সুস্থ্য থাকুন..

Dr shyamal Bera

No comments