প্রথম ভারতীয় হিসেবে বিজ্ঞানে নোবেল পুরস্কার পান চন্দ্রশেখর ভেংকট রমন-সুচিস্মিতা মিশ্র১৯৩০ সালের আজকের দিনটিতে তিনি পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে বিজ্ঞানে নোবেল পুরস্কার।আবিষ্কারের দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হ…
প্রথম ভারতীয় হিসেবে বিজ্ঞানে নোবেল পুরস্কার পান চন্দ্রশেখর ভেংকট রমন-সুচিস্মিতা মিশ্র
১৯৩০ সালের আজকের দিনটিতে তিনি পেয়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে বিজ্ঞানে নোবেল পুরস্কার।আবিষ্কারের দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়।
আবিষ্কার করেছিলেন "রমন এফেক্ট"।গবেষণার স্থান ছিল কলকাতা।কৃষক পরিবারে জন্মগ্রহণ করেও অসম্ভব মেধাবী এই ছাত্রটির বিজ্ঞানের প্রতি প্রগাঢ় ভালোবাসা ও অনুসন্ধিৎসু মন তাকে নোবেল শিরপা এনে দেয়।চন্দ্রশেখর ভেংকট রমনের নোবেল পুরস্কার পাওয়ার দিনটিকে "জাতীয় বিজ্ঞান দিবস"হিসেবে পালনের মধ্য দিয়ে বিজ্ঞানের নতুন বার্তা পৌঁছে
দেওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞান গবেষনায় অর্থ বরাদ্দ বাড়ানোর দাবী ও নতুন বিজ্ঞান শিক্ষা ও গবেষণাগার তৈরির উদ্যোগ নিতে বাধ্য করা হোক সরকারকে। অপবিজ্ঞান,কুসংস্কার,আর ধর্ম নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে আমার দেশে- সেই সব মুক্ত এক নতুন ভোর আসুক আমজনতার জীবনে।
No comments