Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও "সবুজের অভিযান"ফেসবুক পরিবার

হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও "সবুজের অভিযান"ফেসবুক পরিবারআম্বেদকর ভবন , দুর্গাচক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর :হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও "সবুজের অভিযান"ফেস…

 


হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও "সবুজের অভিযান"ফেসবুক পরিবার

আম্বেদকর ভবন , দুর্গাচক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর :

হলদিয়া এস.সি,এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও "সবুজের অভিযান"ফেসবুক পরিবার এর পক্ষ থেকে মঞ্জুশ্রী লিংক রোডের পার্শ্ববর্তী এলাকায় শ্রীরামকৃষ্ণ আশ্রমে কিছু ফলের চারা লাগানো হয় । লক্ষ্য - গাছের প্রতি ভালোবাসা তৈরি করা এবং গাছ লাগানোয় উৎসাহ দান।পাখিদের খাদ্যের চাহিদা পূরণ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী - তাপস জানা , মহাদেব মণ্ডল ,শান্তনু নায়েক,যুধিষ্ঠির ভূঁইয়া ,চিকিৎসাকর্মী নার্স- মৌমিতা পাহাড়ি শিক্ষক- সুব্রত প্রধান , মিলন খাড়া ; শিক্ষিকা-নীলিমা সামন্ত, পাপিয়া গোস্বামী, মহুয়া বারিক ,পুষ্পিতা ভট্টাচার্য , সংগীত শিল্পী - শুভশ্রী নায়েক ,কলেজছাত্রী- রিম্পা সামন্ত । আশ্রমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- শংকর প্রসাদ মান্না ; তিমির বরণ বেরা ।

No comments