সাড়ে তিন শত বছরের ঐতিহ্যবাহী ব্যবত্তারহাট তাড়াগেড়্যার ৪০ ফুট উচ্চতার ভীম মূর্তির ভীম মেলার শুভ আরম্ভ
১২ ফেব্রুয়ারি ২০২২, শনিবার নন্দকুমার থানার অন্তর্গত ব্যবত্তারহাট তাড়াগেড়্যা ঐতিহ্যবাহী ভীম মেলার শুভ আরম্ভ হয়েছে। ভোর প…
সাড়ে তিন শত বছরের ঐতিহ্যবাহী ব্যবত্তারহাট তাড়াগেড়্যার ৪০ ফুট উচ্চতার ভীম মূর্তির ভীম মেলার শুভ আরম্ভ
১২ ফেব্রুয়ারি ২০২২, শনিবার নন্দকুমার থানার অন্তর্গত ব্যবত্তারহাট তাড়াগেড়্যা ঐতিহ্যবাহী ভীম মেলার শুভ আরম্ভ হয়েছে। ভোর পাঁচটায় ঠাকুরের ঘটোত্তলন, পূজা আরম্ভ দন্ডিভাঙ্গন ,পূজা গ্রহণ ও পুষ্পাঞ্জলী এবং হরিলুট শুরু হয়েছে।
ভীম মেলাটি সাড়ে তিনশত বছর ধরে চলছে বলে জানিয়েছেন গ্রাম কমিটির সম্পাদক গোপাল চন্দ্র গুড়িয়া ও সভাপতি স্বদেশ ঘড়া ।
শ্রী শ্রী ভীম জীউর মূর্তিটির উচ্চতা প্রায় ৪০ফুট- এর বেশি। কোভিড পরিস্থিতিতে সরকারের ঘোষিত বাধা নিষেধ মেনে এবং পুলিশ প্রশাসনের অনুমতি নিয়েই মেলার অনুষ্ঠান শুরু হয়েছে বলে জানিয়েছেন পূজা কমিটির সম্পাদক অরুণ রায় চৌধুরী।
ভীম মেলায় ১০বিঘা চাষযোগ্য জমির উপর পাঁচশত বড় দোকান এবং ছোট দোকান দু'শোর বেশি বসেছে। এছাড়াও দেড় কিলোমিটার দূরত্ব পর্যন্ত মেলার বিভিন্ন খাবারের আনুষঙ্গিক দোকান রয়েছে । পুলিশ প্রশাসন ১১ দিনের জন্য অনুমতি দিয়েছেন মেলা চলার ক্ষেত্রে। মূল ভীম মন্দিরটি প্রায় ৫ডেসিমল জায়গার উপর ১ কোটি টাকা খরচে নির্মিত হয়েছে ।প্রতিবছর রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা তাদের মানত করা টাকার মালা ভীমের গলায় দান করার জন্য উপস্থিত হন পুজো প্রাঙ্গণে । সেই টাকার অংক ১২ থেকে ১৩লক্ষ টাকা বলে জানিয়েছেন মেলা কমিটির কোষাধ্যক্ষ উত্তম ঘড়া। মেলা চালাতে প্রায় খরচ হবে ১২ থেকে ১৩ লক্ষ টাকা । আজ সকাল থেকে প্রায় এক লক্ষাধিক ভক্তদের ভিড় মেলা প্রাঙ্গণে বলে জানান মেলা কমিটির সম্পাদক অরুণ রায় চৌধুরী। শ্রীশ্রী ভীমজীউরগলায় বাতাসার মালা প্রায় ৫০ থেকে ৬০ কুইন্টাল পড়েছে। মেলা প্রাঙ্গণে পুলিশি ব্যবস্থা জোরদার রয়েছে এবং মেডিকেল টিমের দুটি ক্যাম্প রয়েছে। কয়েক লক্ষাধিক টাকা ব্যয়ে ভক্তদের জন্য মেলা প্রাঙ্গণে শৌচালয় ও স্নানাগার নির্মিত হয়েছে। বিভিন্ন দেশের ২ হাজার পাখির প্রদর্শনী মেলা বসেছে। ঐতিহ্যবাহী ভীম মেলার ভক্তদের ভিড় উপচে পড়েছে মেলা প্রাঙ্গণে । উপোস থাকা মায়েদের জন্য নানান ধরনের ফল কাটা প্রসাদ তুলে দিচ্ছেন রামকৃষ্ণ মিশন আশ্রম এর মহিলা সদস্যরা।
No comments