Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সজনেফুল তার গুরুত্ব

সজনেফুল  তার গুরুত্ব     সজনে, সজনা (Moringa pterygosperma) ভারতের প্রায় সর্বত্র পাওয়া যায়। সজনেগাছের পাতা ফল ফুল মূল ছাল, সবের‌ই বিভিন্ন গুণাগুণ নিয়ে দেশ বিদেশে বহু আলোচনা চলছে। এ বিষয়ে পরে একটি প্রতিবেদন রাখার ইচ্ছে আছে।    …

 




 সজনেফুল  তার গুরুত্ব

     সজনে, সজনা (Moringa pterygosperma) ভারতের প্রায় সর্বত্র পাওয়া যায়। সজনেগাছের পাতা ফল ফুল মূল ছাল, সবের‌ই বিভিন্ন গুণাগুণ নিয়ে দেশ বিদেশে বহু আলোচনা চলছে। এ বিষয়ে পরে একটি প্রতিবেদন রাখার ইচ্ছে আছে।

     মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার রূক্ষ মাটি ও হাওয়ায় সজনের ফুল ফুল ফুটেছে অনেকদিন আগে থেকেই, এখন ফুটতে শুরু করেছে হাওড়া হুগলি চব্বিশপরগনা নদিয়াসহ বাংলাদেশের ভিজে-সরস মাটি ও আর্দ্র‍্য আবহাওয়ায়।

     এখন সজনেফুল ফুটছে, তাই ফুল নিয়েই দু-চার কথা। সজনেফুল বায়ু পিত্ত কফ – ত্রিদোষনাশক, প্রস্রাবকারক, উদ্ভেদ-জ্বর (ইরাপটিভ ফিভার) হাম-বসন্ত প্রতিষেধক। অত্যন্ত রুচিকর ও ক্ষুধাবর্দ্ধক কোষ্ঠশোধক সজনেফুল এই সময়ের অবশ্য‌ই খাওয়া উচিত।   তবে সাবধান, গর্ভবতী অবস্থায় ফুল বেশি না খাওয়াই ভালো, কারণ এটি গর্ভস্রাবকারক।

                   

No comments