Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটা সাইকোর উদ্যোগে একাঙ্ক নাটক ও চিত্র প্রদর্শনী

সুতাহাটা সাইকো উদ্যোগে ১৯ তম ছাড় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা


সুতাহাটা সাইকোর উদ্যোগে একাঙ্ক নাটক ও চিত্র প্রদর্শনী
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সারা বাংলা একাঙ্ক নাটক উৎসব, পরিচালনায় সাইকো।
সুতাহাটা থানার অন্তর্গত সুব…

 


সুতাহাটা সাইকো উদ্যোগে ১৯ তম ছাড় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা




সুতাহাটা সাইকোর উদ্যোগে একাঙ্ক নাটক ও চিত্র প্রদর্শনী


পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সারা বাংলা একাঙ্ক নাটক উৎসব, পরিচালনায় সাইকো।


সুতাহাটা থানার অন্তর্গত সুবর্ণজয়ন্তী ভবনে  ১৩ ই ফেব্রুয়ারি '২২ অনুষ্ঠিত হতে চলেছে। নাট্য উৎসবে সঙ্গে ছিল চিত্রপ্রদর্শনী।

অবসরপ্রাপ্ত সেনা কর্মী সৌমেন সামন্তর একক চিত্র প্রদর্শনী। এবারের চিত্রের বিষয় ভারতবর্ষের বীর সেনানীদের বীরগাথা।



  বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ছিল এই প্রদর্শনী। চিত্র প্রদর্শনীর দেখার জন্য ছিল উপচে পড়া ভিড়।


পূর্ব মেদিনীপুর জেলা শিল্পশহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত সুতাহাটা সুবর্ণজয়ন্তী ভবনে ১৯ তম বর্ষে সাইকোর উদ্যোগে সারা বাংলা একাঙ্ক নাট্যোৎসব  ১৩ ই ফেব্রুয়ারি রবিবার প্রথম দর্শনে এবং নাট্যগোষ্ঠী বরানগর তাদের নিবেদন শ্মশান চাঁপা,


 দ্বিতীয় দর্শনে সৃস্টি শালকিয়া নিবেন ভগবান ও ভুল করে  এবং রঙ্গ পিঠ তাদের নিবেন কাঠ বিড়ালি । কোভিড বিধি মেনে নাটক চিত্র প্রদর্শনী দেখার জন্য ভিড়। ক্লাব সভাপতি শনৎ পান্ডে  এবং সংস্কৃতি সম্পাদক শুভেন্দু পন্ডা জানান কোভিড বিধি মেনে চিত্র প্রদর্শনী এবং একাঙ্ক নাটক দেখছেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মী সৌমেন সামন্ত বলেন আমি কলিকাতায় আর্ট গ্যালারি তে চিত্রপ্রদর্শনী হয়েছিল কিন্তু এই এলাকার মানুষকে দেখানোর জন্য এবং বীর সেনাদের বীর গাঁথা আমার চিত্রপ্রদর্শনীর মধ্য দিয়ে তুলে ধরেছি তাদের জীবনের বীরগাথা। তিনি আরো বলেন শুধু পড়াশোনা করলেই হবে না দেশমাতৃকা স্বাধীন করেছেন তাদের আত্ম বলিদান এর ফলেই স্বাধীনতা। তাদের জীবন অনুসরণ করে আমাদের দেশ মাতৃকাকে জানতে হবে।

No comments