৬২ তম সিনিয়র জোনাল খোখো চ্যাম্পিয়নশীপ
পশ্চিম মেদিনীপুর জেলার হরিশপুরে অনুষ্ঠিত হল ৬২ তম সিনিয়র জোনাল kho kho চ্যাম্পিয়নশীপ । ২৪ ও ২৫ সে ফেব্রুয়ারি ।
পুরুষ বিভাগে পশ্চিম মেদিনীপুর জেলা দলকে পরাজিত করে পূর্ব মেদিনীপুর জেলা দল বিজয…
৬২ তম সিনিয়র জোনাল খোখো চ্যাম্পিয়নশীপ
পশ্চিম মেদিনীপুর জেলার হরিশপুরে অনুষ্ঠিত হল ৬২ তম সিনিয়র জোনাল kho kho চ্যাম্পিয়নশীপ । ২৪ ও ২৫ সে ফেব্রুয়ারি ।
পুরুষ বিভাগে পশ্চিম মেদিনীপুর জেলা দলকে পরাজিত করে পূর্ব মেদিনীপুর জেলা দল বিজয়ী শিরোপা অর্জন করেন।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হল পূর্ব মেদিনীপুর জেলার খেলোয়াড় সঞ্জীত মান্না।
এই জয়ের ফলাফলে আপ্লুত পূর্ব মেদিনীপুর জেলা দলের অধিনায়ক কালীপদ দাস থেকে দলের অন্যান্য সদস্যরা।
পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমীর সভাপতি চন্দন কুমার মাঝি মহাশয় এই জয়ের ফলে জেলা দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন এবং দলের সমস্ত খেলোয়াড়দের সংবর্ধিত করবেন বলে জানিয়েছেন ।
No comments