Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল পঞ্চায়েত সমিতির মিটিং হল ঘরে এম.এল.এ কাপ- 2022 টুর্নামেন্টের শেষ পর্বের প্রস্তুতির মিটিং এ উপস্থিত- বিধায়ক

মহিষাদল পঞ্চায়েত সমিতির মিটিং হল ঘরে এম.এল.এ কাপ- 2022 টুর্নামেন্টের শেষ পর্বের প্রস্তুতির মিটিং এ উপস্থিত- বিধায়ক 
এম.এল.এ ফ্যান ক্লাব মহিষাদল- এর আয়োজনে পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম মহিষাদল রাজ গ্রাউন্ডে "এম.এল.এ কাপ…

 




 মহিষাদল পঞ্চায়েত সমিতির মিটিং হল ঘরে এম.এল.এ কাপ- 2022 টুর্নামেন্টের শেষ পর্বের প্রস্তুতির মিটিং এ উপস্থিত- বিধায়ক 


এম.এল.এ ফ্যান ক্লাব মহিষাদল- এর আয়োজনে পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম মহিষাদল রাজ গ্রাউন্ডে "এম.এল.এ কাপ-- 2022 " আগামী  ২৬ মার্চ শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে । প্রথম দিন ৮ দলীয় দিবারাত্রি আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন ২৭ মার্চ, রবিবার  ৮ দলীয় আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । ক্রিকেট ও  ফুটবল প্রেমীদের কে উৎসাহিত করার জন্য এবং ফুটবল খেলোয়াড়দের খেলার প্রতি আরও তীব্র মনোভাব আনার জন্য এই টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছেন কমিটির সভাপতি ছবি লাল মাইতি। তিনি আর ও জানান মহিষাদল এম.এল.এ কাপ- 2022 এই প্রথম বর্ষের  টুর্নামেন্টের সূচনা । খেলার ফাইনালে চ্যাম্পিয়ান দলটির পুরস্কার থাকছে  ৫০,০০১ টাকা সহ সুদৃশ্য ট্রফি এবং রানার্স দলটির পুরস্কার থাকছে ৪০,০০১ টাকাসহ সুদৃশ্য ট্রফি। পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সংস্কৃতি এবং খেলাধুলার চর্চার পীঠস্থান মহিষাদল । সবদিক থেকে মহিষাদলের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই টুর্নামেন্টের আয়োজন। দীর্ঘদিন পরে মহিষাদলের ভূমিপুত্র বিধায়ককে পেয়ে বিধানসভার জনসাধারণ খুবই খুশি  এবং আনন্দিত। কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি, ক্রীড়াপ্রেমী , ছাত্র-যুবও খেলোয়াড়দের সমন্বয়ে মহিষাদল এম.এল.এ কাপ- 2022 শুভারম্ভ হতে চলেছে ।

No comments