Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুপিয়ান সহ ১১ জনের বিরুদ্ধে মামলা সিবিআইয়ের নন্দীগ্রামে বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগে

সুপিয়ান সহ ১১ জনের বিরুদ্ধে মামলা সিবিআইয়ের নন্দীগ্রামে বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগে
 ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগে জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুপিয়ান সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করল সিবিআই। নন্দীগ্রাম থ…

 




 



সুপিয়ান সহ ১১ জনের বিরুদ্ধে মামলা সিবিআইয়ের নন্দীগ্রামে বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগে


 ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগে জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুপিয়ান সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করল সিবিআই। নন্দীগ্রাম থানার তারাচাঁদবাড় গ্রামে গত ৩ মে ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। বিজেপির মহিলা কর্মীরা এনিয়ে সিবিআইয়ের দ্বারস্থ হয়েছিলেন। ২ফেব্রুয়ারি সিবিআইয়ের পক্ষ থেকে এনিয়ে হলদিয়া কোর্টে মামলা রুজু করা হয়েছে। বুধবারই নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় শুনানি না হওয়া অবধি ‘নট টু অ্যারেস্ট’ রক্ষাকবচ পান সুপিয়ান সাহেব। সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পাওয়া শেখ সুপিয়ানের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা দায়ের হয়েছে। সুপিয়ান সাহেব বলেন, ৩মে নন্দীগ্রামের চিল্লগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুন হন। সেই ঘটনায় আমাকে জড়ানো হয়েছে। আবার একই দিনে একই সময়ে পাঁচ কিমি দূরে তারাচাঁদবাড়ে ধর্ষণের মামলাতেও আমার নাম নেওয়া হল। একই দিনে একই সময়ে কীভাবে দু’টি ঘটনায় যুক্ত হলাম? আসলে সিবিআই মিথ্যা মামলায় জড়াচ্ছে। আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। ন্যায়বিচার পাব।

No comments