হলদিয়ার তৃণমূল শ্রমিক নেতার জীবনাবসানহলদিয়ার দুর্গাচকে মধ্যবয়স্ক তৃণমূল শ্রমিক নেতার জীবনাবসান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52। নাম যুগল মণ্ডল। বেশ কয়েক মাস ধরে তিনি অসুস্থতার মধ্যে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা যায়, মাস ত…
হলদিয়ার তৃণমূল শ্রমিক নেতার জীবনাবসান
হলদিয়ার দুর্গাচকে মধ্যবয়স্ক তৃণমূল শ্রমিক নেতার জীবনাবসান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52। নাম যুগল মণ্ডল। বেশ কয়েক মাস ধরে তিনি অসুস্থতার মধ্যে ভুগছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মাস তিনেক আগে শ্রমিক নেতার লিভার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য কখনও হায়দ্রাবাদ কখনো মুম্বাই পাড়ি দিয়েছিলেন। সেখানে চিকিৎসারপর হলদিয়ার নিজের বাড়িতে আসেন। বাড়িতে মাসখানেক অসুস্থ থাকায় স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসা করান। আজ সকালেই সেই নার্সিংহোমে তিনি পরলোকগমন করেন। চলছে তার শেষকৃত্যের কাজ। উপস্থিত হয়েছেন তাঁর পরিবার থেকে শুরু করে নেতৃত্ব মন্ডলী। তাকে শেষ শ্রদ্ধা জানায় একের পর এক নেতৃত্বরা। শ্রমিক নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
প্রসঙ্গত যুগল মণ্ডল স্থানীয় তৃণমূল নেতৃত্ব মিলন মন্ডলের ভাই । হলদিয়ার দুর্গাচকে উদ্বাস্তু পরিবারের একজন । হলদিয়া রামনগর নিউ কলোনিতে তার নিজস্ব বাড়িতে থাকতেন । হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল এর ভাইপো । হলদিয়া দূর্গাচকে স্থানীয় কারখানার শ্রমিক নেতা হিসেবে পরিচিত ছিলেন । বেশ কয়েক বছর কারখানার শ্রমিকদের দায়িত্ব সামলাছিলেন । কয়েকমাসের অসুস্থতায় তাঁর জীবনাবসান হয় । তিনি অবিবাহিত ছিলেন । বর্তমানে তেনার বাবা-মা জিবিত রয়েছেন । প্রায় এক দশক ধরে তিনি একাকী জীবন কাটাতেন। তার তৈরি করা ঘরবাড়ি ,আত্মীয়-স্বজন পরিবারকে ছেড়ে তিনি চলে গেলেন । আজ সকালে বেসরকারি নার্সিংহোমে পরলোকগমন করলেন শ্রমিকনেতা যুগল মন্ডল । সকাল সাতটায় বেসরকারি নার্সিংহোমে ইহলোক ছেড়ে পরলোকে চলে গেলেন যুগল মণ্ডল । তাঁর আত্মার শান্তি কামনা করেন এলাকা তৃণমূল নেতৃত্ব গন ।
No comments