কমিশনের ‘নিষেধাজ্ঞা’, তবুও তাম্রলিপ্ত পুরসভায় বিজেপি প্রার্থী তালিকায় নাম! জোরাল বিতর্ক প্রদীপ কুমার মাইতি,বিজেপির তাম্রলিপ্ত পৌরসভার প্রার্থী তালিকা ঘিরে তৈরী বিতর্কে। কমিশন থেকে বাতিল হওয়া নামই বিজেপির প্রার্থী তালিকায়। প্রার্থ…
কমিশনের ‘নিষেধাজ্ঞা’, তবুও তাম্রলিপ্ত পুরসভায় বিজেপি প্রার্থী তালিকায় নাম! জোরাল বিতর্ক
প্রদীপ কুমার মাইতি,বিজেপির তাম্রলিপ্ত পৌরসভার প্রার্থী তালিকা ঘিরে তৈরী বিতর্কে। কমিশন থেকে বাতিল হওয়া নামই বিজেপির প্রার্থী তালিকায়। প্রার্থীর নাম রুমা জানা। সোমবার রাতে ঘোষিত বিজেপির প্রার্থী তালিকায় ১৯ নম্বর ওয়ার্ড এর প্রার্থী হিসেবে তাঁর নাম। জেলা সভাপতি সাংবাদিক বৈঠক করে প্রার্থীর নাম ঘোষণা করতেই তৈরি হয়েছে বিতর্ক।জানা গিয়েছে, গত পৌরসভা নির্বাচনে খরচের আয়-ব্যয় হিসাব নির্বাচন কমিশনকে ঠিকমত না দেওয়ার অভিযোগে কমিশন থেকে গত ১ তারিখ বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে অন্যান্য জেলার সাথে পূর্ব মেদিনীপুর এর তাম্রলিপ্ত পৌরসভার ৬১ জন এবং এগরা পৌরসভার ১জন গতবারের প্রার্থী এ বার আর ভোটে দাঁড়াতে পারবে না বলে জানানো হয়। বিজেপি সিপিএম নির্দল মিলে গতবারের প্রার্থীদের অনেকের নাম এই লিস্ট এ থাকে। সেই লিস্টে ৫০ নম্বরে নাম থাকে রুমা জানা-র। রুমা, গতবার তাম্রলিপ্ত পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়াই করেছিল। তার নামে নির্বাচন কমিশন থেকে প্রার্থী না হতে পারার বিজ্ঞপ্তি থাকা সত্ত্বেও এবারে তিনি ১৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী বিজেপির প্রার্থী তালিকায়। ইতিমধ্যেই তাঁকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এর বিরুদ্ধে ইতিমধ্যেই তাম্রলিপ্ত পৌরসভা এলাকা থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৩ জন।
No comments