দেশপ্রাণ ব্লকের মগরাখালের উপর গোটসাউড়ী কংক্রিট ব্রিজ নির্মাণের কাজ জোরকদমে শুরু হয়েছে। সেচ দপ্তরের উদ্যোগে ২ কোটি ৩ লক্ষ ৫০ হাজার ৭১৭ টাকা ব্যয়ে কংক্রিটের ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ব্রিজ নির্মাণের জন্য মগরাখালের উপর দু'দিকে ক…
দেশপ্রাণ ব্লকের মগরাখালের উপর গোটসাউড়ী কংক্রিট ব্রিজ নির্মাণের কাজ জোরকদমে শুরু হয়েছে। সেচ দপ্তরের উদ্যোগে ২ কোটি ৩ লক্ষ ৫০ হাজার ৭১৭ টাকা ব্যয়ে কংক্রিটের ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ব্রিজ নির্মাণের জন্য মগরাখালের উপর দু'দিকে ক্রশবাঁধ দেওয়া হয়েছে। সরদা থেকে উত্তর দুরমুঠ পর্যন্ত মগরাখালের দুপাশে কয়েক শত মাছের ভেড়ি রয়েছে। খালের উপর বাঁধের জন্য নোনাজল ঢোকা বন্ধ হয়ে যাওয়া মাছের চাষ চরম ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। কাজ শুরু হওয়ার অাগে ঠিকাদার সংস্হার সাথে নোনাজল ঢোকা বা অতিবৃষ্টি র জল নিষ্কাশনের জন্য সাইফোন পদ্ধতিতে জোয়ারের জল ঢোকা ও বেরুনোর ব্যবস্হা গ্রহণের জন্য স্হায়ী জনসাধারণের কথা হয়।কিন্তু ঠিকাদার সংস্হা কথামতো কাজ না করায় মাছ চাষীরা চরম বিপাকে পড়েছেন। অাবার অন্যান্য চাষীরা অতিবৃষ্টির জল নিষ্কাশনের সমস্যা নিয়ে অাশঙ্কার প্রহর গুনছেন। এই সমস্যা সমাধানের লক্ষে স্হানীয় জনসাধারণ মৎস্য মন্ত্রী অখিল গিরি র স্মরণাপন্ন হন।রাজ্য সরকারের সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র ও মৎস্য মন্ত্রী অখিল গিরি র কাছে মগরাখালের ক্রশবাঁধে হিউম পাইপ বসিয়ে বা সাইফোন পদ্ধতিতে জোয়ারের জল ঢোকা- বেরুনোর ব্যবস্হা গ্রহণের লক্ষে প্রশাসনিক হস্তক্ষেপের অাবেদন জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
No comments