আনন্দপুর যুবসংঘে সারস্বত উৎসবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগাসন করে দেখালো সৌভাগ্য পাত্র।
ময়না আনন্দপুর যুবসংঘের সারস্বত উৎসবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পঞ্চাশটি ফল ও মেহগনি গাছের চারা তুলে দেন বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র। পরি…
আনন্দপুর যুবসংঘে সারস্বত উৎসবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগাসন করে দেখালো সৌভাগ্য পাত্র।
ময়না আনন্দপুর যুবসংঘের সারস্বত উৎসবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পঞ্চাশটি ফল ও মেহগনি গাছের চারা তুলে দেন বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র। পরিবেশ রক্ষায় দীর্ঘদিন কাজ করে চলেছেন তিনি। যুবসংঘের অন্যতম সদস্য শিক্ষক দীপক কুমার জানা বলেন সবজায়নে ওনার অবদান প্রশংসার দাবি রাখে।উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, সবুজ দাদা দিলীপ কুমার পাত্র, অঙ্কন শিক্ষকদীপক কুমার জানা, শিক্ষক হিমাংশু ভৌমিক,অতীন মান্না প্রমূখ।
No comments