চৈতন্যপুরে মহিলা সম্প্রদায়ের আগমনীর উদ্যোগে বাসন্তী পূজায় খুঁটি পুজোরবাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির উৎসবের শেষ নেই । চৈতন্যপুরে মহিলা সম্প্রদায়ের আগমনীর আয়োজনে শুরু হয়ে গেল বাসন্তী পূজায় খুঁটিপুজোর তোড়জোড় ।মহিলা সম্…
চৈতন্যপুরে মহিলা সম্প্রদায়ের আগমনীর উদ্যোগে বাসন্তী পূজায় খুঁটি পুজোর
বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির উৎসবের শেষ নেই । চৈতন্যপুরে মহিলা সম্প্রদায়ের আগমনীর আয়োজনে শুরু হয়ে গেল বাসন্তী পূজায় খুঁটিপুজোর তোড়জোড় ।মহিলা সম্প্রদায়ের আয়োজনে সকাল থেকে মহিলারা একত্রিত হয়ে বাসন্তী পূজোর খুঁটি পূজা দিয়ে উদ্বোধন সূচনা করলেন । মাঙ্গলিক রীতি নিয়ম মেনে সকাল থেকে শুরু হলো গোবিন্দপুর জুনিয়র বেসিক স্কুল মাঠে খুঁটিপুজোর বিভিন্ন প্রস্তুতি । বাসন্তী পূজা প্রাক্কালে এই খুঁটিপুজো এলাকাবাসীর কাছে যথেষ্ট তাৎপর্য বহন করছে । আগামী বাসন্তী উৎসবে সেই মিলন মৈত্রী ও শান্তির বাণী বয়ে আনুক বার্তা মহিলা কমিটির । প্রাচীনকালের উৎসবের মতো বর্তমান উৎসবের অনেকটাই হারিয়েছে ।পারস্পরিক ভাববিনিময় আত্মার সঙ্গে আত্মার যোগ পারস্পরিক কল্যাণ কামনা আজকের উৎসবে দেখা অমিল ।উপস্থিত ছিলেন চৈতন্য পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দুর্গা রানী পন্ডিত মাইতি পঞ্চায়েত সদস্য সমীর মাল , পূজা কমিটির সভানেত্রী, সম্পাদিকা,অশোক কুমার মিশ্র সহ বিভিন্ন ব্যাক্তি ।
No comments