কাঁথি পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন বিধায়ক উত্তম বারিক
প্রদীপ কুমার মাইতি,পুরো ভোটের প্রচারের পিছিয়ে নেই রাজ্যের শাসকদল। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী শেখ সাব…
কাঁথি পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন বিধায়ক উত্তম বারিক
প্রদীপ কুমার মাইতি,পুরো ভোটের প্রচারের পিছিয়ে নেই রাজ্যের শাসকদল। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী শেখ সাবুলের হয়ে প্রচারে এলেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক।
এ দিন কাঁথির ১ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল প্রাথমিক স্কুল প্রাঙ্গণে নির্বাচনী কর্মীসভার মধ্য দিয়ে ভোটের প্রচার করলেন স্থানীয় ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শেখ সাবুল।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক জানান, আসানসোল, চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি- সহ যে সমস্ত এলাকার গুলিতে পুরভোট হয়েছে আর তৃণমূল যেই সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করেছে তার থেকেও এবার আরও ভালো ফল হবে।
তৃণমূল কংগ্রেস কাঁথি পুরসভায় ২১ টি আসনে জয়লাভ করবে এবং বিরোধী শূন্য পুর বোর্ড গঠন হবে বলে তিনি আশাবাদী। এ দিনের সভায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক তরুণ কুমার জানা, ইমরান আলি খান, হরিসাধন দাস অধিকারী, শেখ মমতাজ প্রমুখ।
No comments