সরস্বতী পূজার উদ্বোধনে বিধায়ক উত্তম বারিক
পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার "বালিঘাই অলস্টার ক্লাবের" পরিচালনায় সার্বজনীন সরস্বতী পুজোর শুভ উদ্বোধন ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন পটাশপুরের জনপ্রিয় বি…
সরস্বতী পূজার উদ্বোধনে বিধায়ক উত্তম বারিক
পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার "বালিঘাই অলস্টার ক্লাবের" পরিচালনায় সার্বজনীন সরস্বতী পুজোর শুভ উদ্বোধন ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন পটাশপুরের জনপ্রিয় বিধায়ক উত্তম বারিক। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আশীষ ধাওয়া ও সন্দীপ পাত্র এবং সমাজকর্মী সুধাকান্ত বারিক -সহ বিশিষ্টজনেরা। আয়োজক সংস্থার সম্পাদক উমাশঙ্কর মন্ডল, দেবকুমার দোলাই, সুদীপ জিৎ, বাপ্পাদিত্য দাস, বিশ্বজিৎ দাস, প্রান্তিক জানা, বিধান বেরা, সোয়েল ধাওয়ারা জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।রর্ষৈ
No comments