হলদিয়া এসডিআইসি ও কর্মক্ষেত্রে থেকে অবসর নিলেন
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া হলদিয়া মহকুমার অফিস সংলগ্ন মহাকুমার তথ্য জনসংযোগ অফিস। ২৮ জুন ২০১৯ সালে হলদিয়া মহাকুমার ইনফর্মেশন অফ কালচারাল অফিসার হিসেবে তুষার কান্তি আদক …
হলদিয়া এসডিআইসি ও কর্মক্ষেত্রে থেকে অবসর নিলেন
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া হলদিয়া মহকুমার অফিস সংলগ্ন মহাকুমার তথ্য জনসংযোগ অফিস। ২৮ জুন ২০১৯ সালে হলদিয়া মহাকুমার ইনফর্মেশন অফ কালচারাল অফিসার হিসেবে তুষার কান্তি আদক যোগদান করেন।হলদিয়া এসডিআইসিও কর্মক্ষেত্র থেকে অবসর নিলেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক তথ্য জনসংযোগ অফিসে ৩১ জানুয়ারি ২০২২ তথ্য আধিকারিক পদ থেকে অবসর নেন। উপস্থিত ছিলেন জেলা তথ্য আধিকারিক মহুয়া মল্লিক, জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের প্রধান করনিক নির্মল পন্ডা প্রমূখ। সকলে মিলে পুষ্পস্তবক দিয়ে তাকে কর্মক্ষেত্র থেকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করলেন।
No comments