Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার বিশিষ্ট শিল্পপতির বাড়ি চুরি

হলদিয়ার বিশিষ্ট শিল্পপতির বাড়ি চুরি

পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত নন্দরাম পুর গ্রামের  প্রেমরোড সংলগ্ন বাড়ি রাতের অন্ধকারে চুরি হয়ে যায়।
বেশকিছু মূল্যবান জিনিসপত্র কাগজপত্র এবং বাড়িতে লাগানো বড়এলইডি টিভি সহ …

 




হলদিয়ার বিশিষ্ট শিল্পপতির বাড়ি চুরি



পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত নন্দরাম পুর গ্রামের  প্রেমরোড সংলগ্ন বাড়ি রাতের অন্ধকারে চুরি হয়ে যায়।


বেশকিছু মূল্যবান জিনিসপত্র কাগজপত্র এবং বাড়িতে লাগানো বড়এলইডি টিভি সহ লক্ষাধিক টাকা চুরি হয়েছে।

 সূত্রের খবর সুতাহাটা থানা অন্তর্গত নন্দরামপুর গ্রামে প্রেম রোডের বাড়ি হলদিয়া শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ মজাফফর বাড়ি থেকেই রাতের অন্ধকারে কে বা কারা চুরি করেছে। প্রায় তিনটি দরজা গ্রিল কেটে ঢোকে কাঁসার থালা বাটি গ্লাস সহ বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে গেছেন। তার সাথে সাথেই বেডরুমের  জিনিসপত্রগুলো ছড়িয়ে-ছিটিয়ে গেছে।

 কিভাবে চুরি সে নিয়ে এখনো কেউ কিছু বলতে পারেনি তবে সুতাহাটা থানার পুলিশ তদন্তে নেমেছে। ইতিমধ্যে হলদিয়া আদালত বিশিষ্ট আইনজীবী গোপাল চন্দ্র দাস নন্দরামপুর চুরি যাওয়া ঘরে এসে ঘুরে গেছেন তিনি জানালেন কাঁসার বাসন থানা ঘটিবাটি সহ নগতে কয়েক লক্ষাধিক এবং কিছু শোনার গিফট আলমারি ভেঙে নিয়ে গেছেন বলে জানা যায়।সেখ মজাফফর বলেন এখানে সিকিউরিটি থাকতো কিন্তু কয়েকদিনের ছুটিতে গেছেন সেই ফাঁকে এই ঘটনা ঘটেছে । গতকাল রাতে গ্রিল কেটে ঢোকে,  কোম্পানির কাগজপত্র এবং কিছু টাকা সহ একটি এলইডি টিভি এবং কিছু বাসনপত্র গিফট পাওয়া সোনা  এবং নগত কয়েক লক্ষ টাকা নিয়ে গেছেন। মজাফফর বাবু বলেন আমার পুলিশ প্রশাসনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। নিশ্চয়ই এই ধরনের চুরি খুব শীঘ্রই উনারা তদন্ত করে বের করবেন। তবে হলদিয়া বিভিন্ন আবাসন ফ্ল্যাট এবং সবথেকে বড় বিষয় হলদিয়া বন্দরে পাইপলাইন থেকে কয়েক হাজার টন ভোজ্য তেল চুরি হয়ে যাওয়া। ধীরে ধীরে পুলিশ নিশ্চয়ই তা তদন্ত সাপেক্ষে চোর ধরে তাদের দোষীদের কঠোর শাস্তি দেবেন।ইতিমধ্যেই সুতাহাটা  থানার পুলিশ তদন্তে নেমেছে।


No comments