Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া স্টেশন বাজারে ভয়াবহ বিস্ফোরণ,জখম ২

পাঁশকুড়া স্টেশন বাজারে ভয়াবহ বিস্ফোরণ,জখম ২
ড্রাম কাটতে গিয়ে ড্রামের ভেতরে আগুনের ফুলকী প্রবেশ করতেই বিস্ফোরণ জখম দুই 

মঙ্গলবার দুপুর ১.৩০ নাগাদ পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া স্টেশন বাজারের  চুনগলী তে  ড্রাম ফেটে বিস্ফোরণ।জা…

 



পাঁশকুড়া স্টেশন বাজারে ভয়াবহ বিস্ফোরণ,জখম ২


ড্রাম কাটতে গিয়ে ড্রামের ভেতরে আগুনের ফুলকী প্রবেশ করতেই বিস্ফোরণ জখম দুই 



মঙ্গলবার দুপুর ১.৩০ নাগাদ পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া স্টেশন বাজারের  চুনগলী তে  ড্রাম ফেটে বিস্ফোরণ।জানা যায় অভিষেক বস্ত্রালয়ের চন্দন ভৌমিকের বাড়িতে কাজ হচ্ছিলো।একটি ড্রামকে কেটে জল রাখার জন‍্য ব‍্যবস্থা করছিলো দুজন ব‍্যক্তি।ড্রামটিকে একটি লোহার রড কাটার মেশিন দিয়ে কাটছিলো। ঠিক সেই সময় ওই ড্রামের ভেতরে আগুনের ফুলকী প্রবেশ করতেই ওই ড্রামটি ফেটে বিস্ফোরণ হয়ে যায়।যদিও পুলিশের প্রাথমিক অনুমান ওই ড্রামে ইথানল জাতীয় কোন পদার্থ ছিলো।ওই ইথানল জাতীয় পদার্থের মধ‍্যে আগুনের ফুলকি প্রবেশ কয়ার এই বিপত্তি।এই বিপত্তির ফলে দুজন আহত হয়। তাদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ।এই মুহূর্তে এলাকায়  চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় প্রত্যক্ষদর্শী তথা পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম খান বলেন-" সেই সময় বাড়িতে ছিলাম হঠাৎ করে একটা শব্দ শুনতে পাই প্রথমে ভাবি কেউ বোম বিস্ফোরণ করেছে তারপর গিয়ে দেখি জলের ড্রাম কাটছিলো সেই সময় তার ভেতর এক ধরনের পদার্থ ছিল।ড্রামের ভেতরে আগুন প্রবেশ করায় ড্রামটি বিস্ফোরণ করে ও দু'জন আহত হয়েছে। এরপর ওই আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করি"।



No comments