রাজ্যের মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাড়ায় শিক্ষালয় চালু
দীর্ঘদিন অতিমারী করোনার কারণে স্কুল বন্ধ থাকার পর ৭ই ফেব্রুয়ারি চালু হলো পাড়ায় শিক্ষালয়।রাজ্য শিক্ষাদপ্তরের নির্দেশে প্রাথমিক পড়ুয়াদের জন্য প্রাক প্রা…
রাজ্যের মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাড়ায় শিক্ষালয় চালু
দীর্ঘদিন অতিমারী করোনার কারণে স্কুল বন্ধ থাকার পর ৭ই ফেব্রুয়ারি চালু হলো পাড়ায় শিক্ষালয়।রাজ্য শিক্ষাদপ্তরের নির্দেশে প্রাথমিক পড়ুয়াদের জন্য প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয় শুরু হলো।পূর্ব মেদিনীপুর এর বিভিন্ন প্রাথমিক স্কুলের সামনে,প্রাঙ্গনে,গাছতলায় বা বড়ো বারান্দায় শিক্ষালয় শুরু হলো।ছাত্রছাত্রীরা খুশি হয়ে পড়তে আসে।এই স্কুল চালু হওয়ায় অভিভাবক অভিভাভিকারাও খুব খুশি।এদিন নন্দকুমার ব্লকের আলাশুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে পঠন পাঠন শুরু হয়।সেই সঙ্গে মিড ডে মিল দেওয়া হয় ছাত্রছাত্রীদের।প্রধান শিক্ষক অরূপ কুমার ভৌমিক বলেন,'পাড়ায় শিক্ষা চালু হওয়ায় ছাত্রছাত্রীরা ও অভিভাবকরাও খুশি।আমরা অনেকদিন আগেই স্কুল চালু হোক দাবি করেছিলাম।আশা করি স্কুল ধারাবাহিক ভাবেই চলবে আগের মতনই।'
No comments