Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খোলা আকাশের নিচে সারদামণি হাই স্কুলের পড়ুয়ারা

খোলা আকাশের নিচে সারদামণি হাই স্কুলের পড়ুয়ারা 


খোলা আকাশের নিচে সারদামণি হাই স্কুলের পড়ুয়ারা 

দীর্ঘ বছর পর খোলা হয়েছে  বিদ্যালয় সে কারণে বিদ্যালয়ের পড়ুয়ারা স্কুলে আসতে পেরে তাঁরা আপ্লুত তাঁরা আনন্দিত।
হাই স্কুলের পঞ্চম থেক…

 


খোলা আকাশের নিচে সারদামণি হাই স্কুলের পড়ুয়ারা 




খোলা আকাশের নিচে সারদামণি হাই স্কুলের পড়ুয়ারা 



দীর্ঘ বছর পর খোলা হয়েছে  বিদ্যালয় সে কারণে বিদ্যালয়ের পড়ুয়ারা স্কুলে আসতে পেরে তাঁরা আপ্লুত তাঁরা আনন্দিত।


হাই স্কুলের পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত যে সমস্ত স্কুলের  পড়ুয়ারা স্কুলে আসতে পারতো না এতদিন তারা দীর্ঘ দুই বছর পর স্কুলের বন্ধুদের সাথে পড়াশোনা করল । 

স্কুলের প্রথম দিন স্কুল চত্বরের খোলা জায়গায় ,আকাশের নিচে, গাছ তলায় শিশুদের নিনে ক্লাস করা হয়।বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় শ্রেণীবিভাগ করে স্কুল চত্বরে বসিয়ে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর  পড়ুয়াদের সাথে সৌজন্য বিনিময় করলেন স্কুলের  শিক্ষিকারা।

পড়ুয়ারা জানায় তাঁরা দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে এবং পুরনো ছন্দ ফিরে পেয়ে এক প্রকার আপ্লুত। ফিরে পেয়েছে সেই স্কুলের শৈশব,, ফিরে পেয়েছে স্কুলের বন্ধুদের সাথে হারিয়ে যাওয়া সময় কাটানো দিনগুলি ,যার ফলে এক প্রকার খুশির আমেজ ছাত্র-ছাত্রীদের মনে। স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি জানান কোভিড বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল প্রাঙ্গনে খোলা আকাশের নিচে ক্লাস শুরু হয়। তবে স্কুলের প্রথম দিনের ছুটির নির্দেশ দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের হাফ টিফিনে ছুটি দিয়ে দেওয়া হয় কারণ সঙ্গীত আমরা কি কিংবদন্তি গায়িকা লতামঙ্গেসকারের এর জন্য রাজ্য সরকার যে ছুটি ঘোষণা করেছেন তার জন্যই স্কুলের প্রথম দিনেই অর্ধেক ক্লাস করে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।

No comments